নিউজশর্ট ডেস্কঃ বাংলা টেলিভিশন জগতে(Bangla Serial) ছোটপর্দার হিরো এবং হিরোইনরা এখন যেমন বড় পর্দায় কাজ করছেন। অনেক বড়পর্দার তারকারা আবার ছোটপর্দায় কাজ করতে শুরু করেছেন। টলিউডের(Tollywood) এমনই একজন জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য(Saheb Bhattacharya)। তাকে বড়পর্দায় দেখতেই অভ্যস্ত দর্শকেরা।
এবার শোনা যাচ্ছে, তিনি নাকি ছোট পর্দায় কাজ করতে শুরু করছেন। বহুবার তাকে ছোট পর্দায় সঞ্চালক হিসেবে দেখতে পেয়েছেন দর্শকেরা। নায়ক তো হয়ে গেল তাহলে নায়িকা কে? এই নতুন সিরিয়ালে নতুনভাবে জুটি বাঁধতে চলেছেন দুই তারকা। অর্থাৎ দর্শকেরা একেবারে ফ্রেশ জুটি পেতে চলেছেন। জানা গিয়েছে, অভিনেতা সাহেবের বিপরীতে নাকি দেখা যাবে পঞ্চমী অভিনেত্রী সুস্মিতা দেকে।
চলতি বছরে বড়পর্দায় কাজের পাশাপাশি ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করে চলেছেন সাহেব। তার দুর্দান্ত অভিনয় মন জয় করেছে দর্শকদের। এবার ছোটপর্দায় তিনি কেমন কাজ করতে পারেন তা দেখার পালা। চলতি বছরে বেশ কিছু জনপ্রিয় বড়পর্দার তারকাকে ছোটপর্দায় কাজ করতে দেখা গিয়েছে। যেমন এই তালিকায় রয়েছে অভিনেত্রী অনুসা বিশ্বনাথন ,যাকে এই মুহূর্তে স্টার জলসার জল থৈ থৈ ভালোবাসা সিরিয়ালে দেখা যাচ্ছে।
যারা অভিনেতা ওম সাহানি বহু বছর পর আবার ছোটপর্দায় কামব্যাক করেছেন। এবার সাহেব প্রথমবার ছোটপর্দায় কাজ করে কতটা কামাল দেখাতে পারে তার জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা। কিছুদিন আগে স্টার জলসার পর্দায় শেষ হয়েছে সুস্মিতার সিরিয়াল পঞ্চমী। তার পুরনো দুটো সিরিয়ালই টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে পারেনি। আর যার জন্য এই দুই সিরিয়ালের মেয়াদ বেশি দিন হয়নি। তবে এবার তার আপকামিং সিরিয়াল দর্শকদের কতটা মন জিততে পারে তা অবশ্য আগামী দিনেই জানা যাবে। এই বিষয়ে সুস্মিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন কিছু প্রকাশ্যে আনেন নি।