নিউজ শর্ট ডেস্ক: এই বছর আগামী ১২ ই মে পড়েছেন মাতৃদিবস (Mother’s Day)। তবে প্রকৃত অর্থেই ‘মা’ শব্দটা ছোটো হলেও তার ব্যাপ্তি অনেক বড়। এমনটাই বিশ্বাস করেন বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে পর্দায় বহুবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে বাস্তব জীবনে তাঁর নিজের কোন সন্তান নেই।
সেই ২৩ বছর বয়স থেকে মায়ের চরিত্রে অভিনয় করে চলেছেন তিনি। ‘এক আকাশের নীচে’ সিরিয়ালে তাঁকে প্রথম মায়ের চরিত্রে কাস্ট করা হয়েছিল।সেই থেকেই পর্দায় অপরাজিত কখনও ‘চিনি’র মিষ্টি, আবার কখনও ‘একান্নবর্তী’র মালিনী কিংবা ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালের লক্ষ্মী অথবা ‘জল থৈ থৈ ভালোবাসা’র কোজাগরী। আজ পর্যন্ত যতগুলি মায়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন প্রত্যেকটাই মন জয় করে নিয়েছে দর্শকদের।
তবে অভিনেত্রীর আড়াই দশকের বিবাহিত জীবনে নেই কোন নিজের সন্তান। তবে নিজের সন্তান না থাকলেও তাঁকে ‘মা’ বলে ডাকেন অনেকেই। তাছাড়া অভিনেত্রী এক কন্যার মধ্যেই খুঁজে পেয়েছেন নিজের তার সন্তান ,সম্প্রতি মাতৃত্ব এবং তার সেই কন্যা সম্পর্কে টিভি নাইন বাংলার সাথে এক একান্ত সাক্ষাৎকারে বসে ছিলেন অভিনেত্রী।
সেখানে এদিন তাঁর কাছে প্রশ্ন করা করা হয়েছিল ব্যক্তিগত জীবনে তো নিজের জন্ম দেওয়ার সন্তানের মুখে কখনো ‘মা’ ডাক শোনা হলো না। এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন ‘ছোটবেলা থেকেই এটা আমার কাছে খুব একটা বড় জায়গা রাখে না। আমি বিশ্বাস করি না, যে সকলকে(জন্মদাত্রী মা হতেই হবে। আমার মনে হয়, মাতৃত্ব অনেক বৃহৎ জিনিস। কেবলমাত্র সন্তানের জন্ম দিয়ে মাতৃত্ব প্রমাণ করা যায় না। মাতৃত্বের অনেক দিক আছে।’
আরও পড়ুন: তুমি নিন্দা কর আমি জেনে গেছি! নাম না করেই নিন্দুকদের ধুয়ে দিলেন ‘মিঠাই’ সৌমিতৃষা
প্রসঙ্গত অভিনেত্রীর এই অপরাজিতা নামের পিছনেও রয়েছে একটি গল্প। আসলে অভিনেত্রীর জন্ম দাত্রী মা প্রকৃত অর্থেই ছিলেন একজন বিদুষী। তখনকার সময়ে দাঁড়িয়ে এমএ পাস করেছিলেন তিনি। ছিলেন স্কুলের শিক্ষিকাও।
অভিনেত্রীর কথায় জানা যায় তাঁর মা’কে সকলে ‘লেডি হিটলার’ বলতেন। তিনি নাকি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের শর্তেই বেঁচেছেন। তিনি যা চাইতেন সেটাই করিয়ে নিতেন সকলকে দিয়ে। কোনওদিনও কারও কথা শুনতেন না। ভাবতেন, তাঁর শর্তে সকলে চলবেন। আসলে অভিনেত্রীর মায়ের এই ব্যক্তিত্বের সাথে দারুন মিল রয়েছে তাঁর অভিনীত কোজাগরী এবং মিষ্টি চরিত্রের।