tollywood actress devika mukherjee comeback again in acting

‘ছোট বৌ’র পর আবারও পর্দায় কামব্যাক ‘দেবিকা’র, টলিউড নিয়ে বোমা ফাটালেন অভিনেত্রী

বর্তমানে বাংলা চলচ্চিত্র (Tollywood) জগত কিছুটা ম্রিয়মাণ হলেও একটা সময় ছিল যখন রমরমিয়ে চলত বাংলা ছবির ব্যবসা। সেই সময়কার এক স্মার্ট ও সুন্দরী অভিনেত্রী হলেন, দেবিকা মুখার্জী (Devika Mukherjee)। অঞ্জন চৌধুরী (Anjan Chowdhury) নির্মিত বাংলা ফিল্ম ‘ছোট বউ’-এর মাধ্যমে এখনও অবধি দেবিকা ঘরে ঘরে সুপরিচিত।

কিন্তু মাঝখান থেকে কোথায় হারিয়ে গেলেন এই নায়িকা? ‘ছোট বৌ’র পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর দেখা মেলেনি দেবিকার। বহু বছর কেটে গেলেও দেবিকাকে আর দেখা যায়নি বাংলা ফিল্মে। আর সম্প্রতি এই নায়িকাই মুখ খুললেন নিজের অন্তর্ধান নিয়ে।

জানা গেল গত বছরের পুজোটা যেমন কলকাতার বুকেই কাটিয়েছেন তিনি। তবে এই সময়টা শুটিংয়ে ব্যস্ত তিনি। সম্প্রতি এই নিয়ে খোলামেলা আড্ডায় বসেছিলেন দেবিকা। মেতেছিলেন পুরানো দিনের স্মৃতিচারণায়। অভিনেত্রীর কথায় জানা গেল, খুব শীঘ্রই কাজে ফিরবেন তিনি।

দেবিকার কথায়, বর্তমানের বিনোদন জগত অনেক বেশি কর্পোরেট ধাঁচের। এদিকে দেবিকাও পছন্দমত চরিত্র ছাড়া কাজ করতে রাজি নন। তাই স্বাভাবিকভাবেই হাতে কাজ কম আসছে। ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন দেবিকা। তবে অবশেষে মিলেছে পছন্দের কাজ।

অভিনেত্রীর মতে, বর্তমান ইন্ডাস্ট্রিতে কেউ কারও নয় বলে মনে হয় দেবিকার। চারিদিকে শুধুই প্রতিযোগিতা। যদিও এই প্রতিযোগিতা একেবারেই না পসন্দ তার। দেবিকার মতে, প্রতিযোগিতা মানসিক চাপের সম্মুখীন করে তোলে। কারণ তিনি যখন এসেছিলেন তখন প্রতিযোগিতা সাধারণ পর্যায়েই ছিল। এবং তা পৌঁছে গেছে রাজনীতিতে।

পাশাপাশি এটাও জানা গেল, ‘ছোট বউ’-এর পর ইন্ডাস্ট্রিতে সঠিক সুযোগ কেউ দেননি দেবিকাকে। তবে বিয়ের পর, নিজেই ইন্ডাস্ট্রি থেকে কিছুটা সরে গিয়েছিলেন দেবিকা। আর এই বিষয়টাকে নিজের ব্যর্থতা বলেই দেখেন তিনি। নায়িকার মতে, ‘ছোট বউ’র পর লড়াই করে নিজের স্থান ধরে রাখা উচিত ছিল। কিন্তু তার বদলে বিয়ে করে দেশের বাইরে চলে গিয়েছিলেন তিনি।

Papiya Paul

X