Ditipriya Roy

Moumita

‘একটা চিঠি অনেক কিছু বদলে দিতে পারে’, নতুন প্রেমিকের উদ্দেশ্যে খোলা চিঠি রাসমণি ওরফে দিতিপ্রিয়ার!

দিনকয়েক আগেই প্রকাশ্যে এসেছে টলি (Tollywood) অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এবং সুহত্রর (Suhotra Mukherjee) সম্পর্কের কথা। একসাথে ছবি দিয়ে লিখেছিলেন ‘ইটস অফিশিয়াল’। নায়িকার সেই ছবি জনসমক্ষে আসতেই ভাইরালও হয়ে যায় নিমেষের মধ্যে। আর সেই রেশ কাটতে না কাটতেই সামনে এল আরেকখানা ভিডিও।

   

সাম্প্রতিক ভাইরাল এই ভিডিওটি নিয়ে চর্চার শেষ নেই। কেউ বলছে এসবই নাকি প্রচারে থাকার জন্য। আবার কোন নেটিজেনের মন্তব্য, দিতিপ্রিয়া নাকি একটু বেশিই বাড়াবাড়ি করছেন। যদিও সুহত্র বা দিতিপ্রিয়ার মধ্যে কেউই এখনও মুখ খোলেননি এই বিষয়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, খুব শীঘ্রই হইচই ওয়েব সিরিজে একসাথে কাজ করবেন দিতিপ্রিয়া এবং সুহত্র। অনস্ক্রিন প্রেম করবেন দুজনে। গ্রামের মেয়ের সাথে শহরের ছেলেকে প্রেমে জড়াতে দেখা যাবে। আগামী মে মাসের থেকে শ্যুট করবেন তারা। যদিও এইসব ভিডিও দেখে জনগণ অন্য প্রতিক্রিয়া দিয়েছেন।

Tollywood,Entertainment,Gossip,Ditipriya Roy,Suhotra,Instagram Post,love Affair,Social Media,টলিউড,বিনোদন,গসিপ দিতিপ্রিয়া রায়,সোশ্যাল মিডিয়া,ইনস্টাগ্রাম পোস্ট,সুহত্র মুখোপাধ্যায়,Suhotra Mukherjee

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে হাতে ডায়েরি তুলে নিয়েছেন ছোট পর্দার রানিমা। চিঠি লিখছেন তিনি। সেখানেই তিনি বলছেন, ‘আজকাল চিঠি লিখতে বসা হয়না একেবারে। কিন্তু একটা সময় রোজ লিখতাম। প্রথম লেখা চিঠিটার কথা আজও মনে আছে। বয়স তখন অনেক কম।’

জানা গেল, সেই চিঠিটা আবার তিনি লিখেছিলেন নিজের প্রিয় বন্ধুকে শহর ছেড়ে চলে যাওয়ার আগে। যদিও সেই চিঠির উত্তর তিনি আজও পাননি। দিতিপ্রিয়ার কথায়, ‘তবে শুধু এইটুকু জানি, কিছু কথা লিখে রাখা ভালো। দুটো মানুষের বিশেষ কিছু মুহুর্তকে দাঁড় করিয়ে রাখার এছাড়া আর কোনো উপায় নেই’।

দিতিপ্রিয়ার এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে, সুহত্রর জন্যই এমন পোস্ট করেছেন তিনি। এদিকে দর্শকদের উৎসাহ অন্য জায়গায়। সেখানে তাদের জিজ্ঞাসা, এটা ‘রিল না রিয়েল লাইফের মুহূর্ত’! দর্শকমহলে এই নিয়ে জল্পনা ভালোই চলছে। তবে আসল ঘটনা কী সেটা তো দিতিপ্রিয়া আর সুহত্রই জানে।