Tollywood Actress Idhika Paul has changed her real name before coming in acting

অভিনয়ে আসার আগেই পাল্টেছিলেন নাম! ‘রঞ্জা’ অভিনেত্রী ইধিকার আসল নাম কি জানেন?

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি দর্শকদের পছন্দের একজন অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)‘রিমলি’ সিরিয়ালে নায়িকা হিসাবে প্রথম দেখা গিয়েছিল অভিনেত্রীকে। যেমন দক্ষ অভিনয় তেমনি এক্সপ্রেশন, সব মিলিয়ে শুরুতেই মন জিতেছিলেন সকলের। পরবর্তীকালে ‘পিলু’ ধারাবাহিকে ‘রঞ্জা’ চরিত্রে ছিলেন ইধিকা, যদিও সেটি প্রধান চরিত্র ছিল না, তবে অভিনয়ের কারণে সকলের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন তিনি। দর্শকেরা অপেক্ষায় রয়েছে কবে আবার কামব্যাক করবেন অভিনেত্রী।

অবশ্য শুধুই যে ছোটপর্দা তা কিন্তু একেবারেই নয়, ইতিমধ্যে সিনেমাতেও কাজ করে ফেলেছেন অভিনেত্রী। বাংলাদেশের সুপাস্টার শাকিব খানের সাথে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা গেছে ইধিকাকে। ছবিটি সুপারহিট হয়েছে ও সকলেই শাকিব-ইধিকা জুটির প্রশংসা করেছেন। কিন্তু মজার বিষয় হল ইধিকা নাম তাকে সকলে চিনলেও এটা অভিনেত্রীর আসল নামই নয়। হ্যাঁ ঠিকই দেখছেন, নাম বদলেছেন তিনি।

প্রিয়তমা ছবি রিলিজ হওয়ার পর টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষৎকারে নিজের নাম বদলের কথা জানান অভিনেত্রী। তাঁর কথায়, নিজেই নিজের নাম পরিবর্তন করেছিলাম। আমার আসল নাম টুম্পা পাল। আর ইধিকা মা দুর্গার আরেক নাম, আমি নিজেই এই নাম পাল্টেছি।

Idhika Paul

আরও পড়ুনঃ ভিডিও কলে বিয়ে অতীত, এবার নকল সিঁথিতে সিঁদুরদান! শ্যামলীর কান্ড দেখে হেসেই চলেছে নেটপাড়া

অভিনেত্রীর মতে, অনেকে ভাবেন টুম্পা গানের জন্য হয়তো আমি নাম পাল্টেছি। ব্যাপারটা তেমন নয়, ওই গান রিলিজের অনেক আগেই নাম পাল্টে টুম্পা থেকে ইধিকা করে নিয়েছিলেন তিনি। তবে নাম ছাড়াও আরও একাধিক বিষয়ে কথা হয়। মনের মানুষের প্রসঙ্গও ওঠে। সেই সময় স্পষ্টতই জানান যে মনের মানুষ নেই, বলা ভালো জোটাতে পারছি না।

এরপর অভিনেত্রীকে প্রশ্ন করা হয় মনের মানুষ হিসাবে কেমন পুরুষ পছন্দ? উত্তরে তিনি জানান, প্রশ্ন বড়ই কঠিন। অনেক ক্রাইটেরিয়া আছে। ভয় লাগে দ্রৌপদীর মত না হয়ে যায় বিষয়টা। তবে সত্যি বলতে ভালো মানুষ হবে আর দুজনের ভাইব ম্যাচ করবে এমন হলেই চলবে।

প্রসঙ্গত, রিমলি কিন্তু অভিনেত্রীর প্রথম কাজ ছিল না। ২০১৯ সালে রাজ চক্রবর্তীর সিরিয়াল ‘আরব্য রজনী’তে প্রথম কাজ করেছিলেন ইধিকা। তবে বাংলাদেশের পর ভারতেও টলিউডে পা রেখে ফেলেছেন অভিনেত্রী। দেবের আসন্ন ছবি ‘খাদান’ এ দেখা যাবে তাকে। এখন অপেক্ষা ছবির রিলিজের।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X