Arijit

ঠিকমত মিলছে না বেতন, বন্ধ হয়ে যাচ্ছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক

যত দিন যাচ্ছে ততই টলিউডে ঝামেলা বেড়েই চলেছে। বিশেষ করে বর্তমানে যে সমস্ত ধারাবাহিক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সেগুলি নিয়েই সমস্যা বাড়ছে। কিছুতেই শেষ হচ্ছেনা ফেডারেশন এবং টেকনিশিয়ানদের মধ্যে দ্বন্দ্ব। বরং দিনের পর দিন এই দ্বন্দ্ব আরও বড় আকার ধারণ করছে। যার প্রভাব পড়ছে ধারাবাহিক গুলিতেও।

   

মূলত পারিশ্রমিক বৃদ্ধি থেকে শুরু করে কাজের সময় নির্ধারণ করা এবং রাতের দিকে কাজ বন্ধ রাখা ইত্যাদি নানান বিষয় নিয়েই ঝামেলা চলছে ফেডারেশন এবং প্রযোজকদের মধ্যে।

এই ঝামেলার প্রভাবে কয়েকদিন আগেই সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তিতলি’-র শুটিং। তারপরই নড়েচড়ে বসেছে ফেডারেশন। আগামী শনিবার এই বিষয় নিয়ে বৈঠকে বসবে ফেডারেশন এবং প্রযোজক। এই বৈঠকেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আরও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে।