নিউজশর্ট ডেস্কঃ আভাস মিলেছিল আগেই, তবে দিনের আলো ফুটতেই পরিস্কার হয়ে গেল সবটা। ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে (Rahool- Federation Conflict) আগেই বন্ধ হয়েছে সিনেমা, সিরিজের শ্যুটিং। এবার বন্ধ হল সিরিয়ালের শ্যুটিংও (Shooting)। সোমবার সকাল থেকেই আর শোনা যাচ্ছে না লাইট-ক্যামেরা-অ্যাকশনের আওয়াজ। একপ্রকার অচলাবস্থায় টলিগঞ্জ। ফেডারেশনের ‘দাদাগিরি’র বিরুদ্ধে একজোট সিনেমা ও টেলিভিশন পরিচালকরা।
রাহুল মুখোপাধ্যায়ের ‘অপমান’-এর জবাবে সিদ্ধান্তে অনড় তাঁরা। এর ফলে বড় ক্ষতির মুখে পড়তে পারে চ্যানেলগুলোও। কারণ সিরিয়ালের ব্যাঙ্কিং এপিসোড খুব বেশিদিনের হয় না। এছাড়াও দৈনিক ৭ থেকে ৮ হাজার কলাকুশলী ‘দিন আনি দিন খাই’ পরিস্থিতিতে টলিপাড়ায় কাজ করেন, কাজ বন্ধ হওয়ায় তাদের অবস্থাও সংকটজনক। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে চিন্তায় টলি ইন্ডাস্ট্রির সাথে জড়িত অনেকেই।
ফেডারেশনের বিরুদ্ধে কি দাবি পরিচালক-প্রযোজকদের?
প্রযোজকদের সংগঠনও পাশে দাঁড়িয়েছে পরিচালকদের। আনুষ্ঠানিক বিবৃতিতে WATP-র বার্তা, ‘আমরা প্রযোজকরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পরিচালকই যে কোনো সৃজনশীল প্রকল্পের আসল ক্যাপ্টেন। আমাদের কাজ হলো পরিচালকের সৃষ্টিশীল চিন্তা ভাবনা কে বাস্তবায়িত করতে যা যা প্রয়োজন, তা সরবরাহ করা। আর এই কাজ করতে গিয়েই আমরা প্রতি মুহূর্তে নানান চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মের ঘেরাটোপে আটকে যাই। ন্যূনতম কর্মী সংখ্যা নির্ধারণ হোক, বা পরিচালক ও কলা কুশলী নির্বাচন, সব বিষয়েই আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। বুঝিয়ে দেওয়া হয় যে প্রকল্প গুলি আমাদের হলেও আদতে সেই প্রকল্প সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের নেই! প্রতিটি বিষয়ে যে ভাবে আমাদের স্বাধীনতার ওপর আঘাত আসে, তাতে আমাদের এবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। যেহেতু আমরা বিশ্বাস করি যে পরিচালক ছাড়া চলচ্চিত্র নির্মাণ অসম্ভব, তাই, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা সমস্ত প্রযোজনা কার্যক্রম বন্ধ রাখছি।”
প্রযোজকদের এই বার্তায় নড়েচড়ে বসেছে ফেডারেশন। ফেডারেশনের তরফে জানানো হয়, কিছু প্রযোজক, পরিচালক এবং শিল্পী সংঙ্ঘবদ্ধ হয়ে ফেডারেশনকে শেষ করে দিতে চাইছে, চাইছে টেকনিশিয়ানদের রুজিরুটি কেড়ে নিতে, গুপি শ্যুটিংয়ে মান্যতা দিতে। একে গভীর ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করে এই ষড়যন্ত্রের প্রতিবাদে, মিথ্যা বদনামের প্রতিবাদে বিকাল ৪টের সময় টেকনিশিয়ান স্টুডিওতে জমায়েতের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুনঃ নেটপাড়ায় বিতর্কের মাঝে সুখবর! বলিউডে পা পর্দার অনিকেতে’র, রণজয় বিষ্ণুর নতুন ছবির নাম জানেন?
প্রসঙ্গত, বাংলাদেশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘লহু’র শ্যুটিং কলকাতায় শুরু করেন রাহুল। চারদিন কাজ হওয়ার পর শ্যুটিং বন্ধ হয়। ফেডারেশনের নিয়মের সঙ্গে মতের মিল হয়নি প্রযোজকদের। এরপর ফেডারেশনকে কিছু না জানিয়ে শুধুমাত্র ডিওপি নিয়ে গিয়ে বাংলাদেশে ছবির বাকি কাজ শেষ করেন রাহুল। সেই নিয়েই এই বিবাদের সূত্রপাত।