Tollywood

সাউথের রমরমা এবার শেষ! বাংলায় তৈরী হচ্ছে ‘মহাভারত’, একঝলকে দেখে নিন কে কোন চরিত্র পেল?

রামায়ণ (Ramayana) এবং মহাভারত (Mahabharat)- এই দুই মহাকাব্য নিয়ে ভারতীয়দের আবেগই আলাদা। যুগে যুগে কত ছবি, সিরিয়াল, সিরিজ তৈরি হয়েছে এই দুই মহাকাব্য নিয়ে। এমনকি অ্যানিমেটেড রূপেও এসেছে রাম (Ram), সীতা (Sita), কৃষ্ণের (Krishna) মতো পৌরাণিক চরিত্ররা। আর সাম্প্রতিক গুঞ্জন, বলিউড (Bollywood) নাকি খুব শীঘ্রই হাজির হবে ‘মহাভারত’ নিয়ে।

যদিও প্রোজেক্টে কারা কারা থাকছেন সেই নিয়ে কোনো খবর এখনও আসেনি, তবে কানাঘুষা অনেক নামই উঠে আসছে বলিপাড়ার অন্দরমহলে। তবে মজার বিষয় হল, এই খবর প্রকাশ্যে আসার পর ভক্তরা কিছু ছবি এডিট করেছে যেখানে মহাভারতের পৌরাণিক চরিত্রগুলির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে টলি অভিনেতা অভিনেত্রীদের। সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক ট্রেন্ডিং-এ রয়েছে ছবিগুলি। একঝলক দেখবেন নাকি ফ্যানমেড সেই সব ছবি!

দুঃশাসন : কৌরবদের অন্যতম প্রধান চরিত্র হল দুঃশাসন। এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে অঙ্কুশ হাজরাকে। এদিকে শকুনির চরিত্রে রুদ্রনীল ঘোষ ও দ্রোণাচার্যের আদলে সুদীপ মুখোপাধ্যায়কে দেখানো হয়েছে।

Bollywood,Entertainment,Gossip,Ramayana,Mahabharat,Indian,Tollywood,Ram,Sita,Krishna,Jishu,Dev,বলিউড,বিনোদন,গসিপ,টলিউড,রামায়ণ,মহাভারত,ভারতীয়,রাম,সীতা,কৃষ্ণ,যিশু,দেব

কুন্তী : পাণ্ডু পত্নী কুন্তীর চরিত্রে বসানো হয়েছে জয়া আহসানের মুখ। এদিকে দ্রৌপদীর সৌন্দর্যের সঙ্গে যেন কোয়েল মল্লিকের রূপটাই একেবারে মানানসই‌।

Bollywood,Entertainment,Gossip,Ramayana,Mahabharat,Indian,Tollywood,Ram,Sita,Krishna,Jishu,Dev,বলিউড,বিনোদন,গসিপ,টলিউড,রামায়ণ,মহাভারত,ভারতীয়,রাম,সীতা,কৃষ্ণ,যিশু,দেব

অর্জুন : কাট কাট চেহারার বিক্রম যেন অর্জুন চরিত্রে একেবারে মানানসই। এদিকে বড় ভাই যুধিষ্ঠিরের চরিত্রে দেখা যাচ্ছে আবির চ্যাটার্জীকে। যদিও এর আগে কোনো পৌরাণিক চরিত্রে তাকে দেখা যায়নি, তবে এখানে মন্দ লাগছেনা।

Bollywood,Entertainment,Gossip,Ramayana,Mahabharat,Indian,Tollywood,Ram,Sita,Krishna,Jishu,Dev,বলিউড,বিনোদন,গসিপ,টলিউড,রামায়ণ,মহাভারত,ভারতীয়,রাম,সীতা,কৃষ্ণ,যিশু,দেব

দুর্যোধন : দুর্যোধন রূপে জিৎকেও খুব একটা খারাপ লাগছেনা। পাশাপাশি কর্ণরূপে অনির্বানকেও ভালোই লাগছে। এদিকে ভিম রূপে দেখা যাচ্ছে দেবকে। আর সোহিনী সরকার হয়েছেন হিড়িম্বা।

Bollywood,Entertainment,Gossip,Ramayana,Mahabharat,Indian,Tollywood,Ram,Sita,Krishna,Jishu,Dev,বলিউড,বিনোদন,গসিপ,টলিউড,রামায়ণ,মহাভারত,ভারতীয়,রাম,সীতা,কৃষ্ণ,যিশু,দেব

কৃষ্ণ : গোটা মহাভারতের মূল কান্ডারি যিশু সেনগুপ্তকে ভাবা হয়েছে কৃষ্ণের চরিত্রে। যদিও এর আগেও মহাপ্রভুর ভূমিকায় অভিনয় করেছিলেন যিশু। এদিকে বুম্বাদাকে দেওয়া হয়েছে ভীষ্মর রূপ, স্বস্তিকা মুখোপাধ্যায়কে মা গঙ্গা এবং গৌরব ও অর্জুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে নকুল এবং সহদেব রূপে।

বিশেষ দ্রষ্টব্যঃ এই প্রতিবেদনে ব্যবহৃত প্রতিটি ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত করা হয়েছে।

Avatar

Moumita

X