Dev

Dev: আমার পিঠেও ছু্রি মারা হয়েছিল! তিক্ত অভিজ্ঞতা নিয়ে ইন্ডাস্ট্রি প্রসঙ্গে যা বললেন দেব

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিনেমার সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikari)। যদিও এখন শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই তাঁর গন্ডী।সেই সাথে দেব এখন টলিউডের (Tollywood) পরিচিত একজন প্রযোজক। তবে সিনেমার ব্যস্ততাকে দূরে রেখেই এখন দেব আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভোটের প্রচারে ব্যস্ত। তবে ঘাটালে ভোট প্রচারের মধ্যেই সময় করে তিনি হাজির হয়েছিলেন ‘প্রধান’ সিনেমার সাকসেস পার্টিতে।

এসবের মধ্যেই সম্প্রতি ভোটার প্রচার, অভিনয় জীবন,সিনেমা তৈরি কিংবা টলিউড ইন্ডাস্ট্রি একাধিক বিষয় নিয়ে খোলামেলা আড্ডায় বসে ছিলেন অভিনেতা। প্রসঙ্গত দর্শকরা জানেন শুরু থেকেই দেব শুধু নিজের সিনেমার সাফল্য নয় তিনি চেয়ে এসেছেন গোটা বাংলা সিনেমা ইন্ডাট্রির সাফল্য।

তাই ইতিপূর্বে বহুবার দেব চেয়েছেন সাউথের সুপারস্টারদের মতো বাংলার টলিউড তারকারাও একসাথে কাজ করুক, আর একে অপরের পাশে থেকে বাংলা সিনেমাকে সফল করে তুলুক। আর তার জন্য বারে বারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেব নিজেও।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,দেব অধিকারী,Dev Adhikari,প্রধান,Pradhan,প্রযোজক,Producer,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আর এই উদ্যেশ্যেই ‘মির্জ়া’ নিয়ে  অঙ্কুশকে লাগাতার সাহায্য করেছেন দেব।  সেকথা সংবাদমাধ্যমে নিজেই জানিয়েছিলেন অঙ্কুশ। তার জন্য দেবের ইউটিউব চ্যানেলে ছবিটির ট্রেলারও প্রকাশ করা হয়েছে। শুধু অঙ্কুশ নয় ইন্ডাস্ট্রির আরও দুই সহ-অভিনেতা-অভিনেত্রী যশ ও নুসরত প্রযোজিত ছবি ‘সেন্টিমেন্টাল’-এর জন্যও শুরু থেকে পাশে ছিলেন দেব।

আরও পড়ুন: মুখার্জি বাড়িতে আসছে নতুন বংশধর! শুরু হচ্ছে জ্যাস-স্বয়ম্ভূর জীবনের নতুন অধ্যায়

ব্যতিক্রম হয়নি  বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘পারিয়া’র ক্ষেত্রেও। তবে এদিন প্রযোজনার প্রসঙ্গ উঠতেই দেব বলেন, ‘আমি প্রযোজনায় আসার পর অনেকেই আমার পিঠে ছুরি  মেরেছিল! তাই নতুন কারও যন্ত্রণাটা আমি বুঝি। আমি আমার ছোটদের সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে দিতে চাই না।’একসময় মূলধারার কমার্শিয়াল ছবির হাত ধরেই উঠে এসেছিলেন দেব।

টলিউড,Tollywood,বাংলা সিনেমা,Bengali Cinema,দেব অধিকারী,Dev Adhikari,প্রধান,Pradhan,প্রযোজক,Producer,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তবে এখন প্রযোজক কিংবা  অভিনেতা হিসাবে তিনিই কাজ করছেন ‘টেক্কা’ থেকে শুরু করে ‘খাদান’-এর মতো অন্যধারার সিনেমা নিয়ে। এপ্রসঙ্গে দেব এদিন বলেছেন , ‘‘চ্যালেঞ্জ নিতে আমার ভাল লাগে। গত বছর ব্যোমকেশ বা ‘বাঘা যতীন’-এর ক্ষেত্রেও আমি সেটাই চেষ্টা করেছিলাম। একই জিনিস করতে গেলে আমার মধ্যেও একঘেয়েমি চলে আসবে।’ সেইসাথে বুক ঠুকে অভিনেতার দাবি  ‘খাদান’-এর প্রোডাকশন পরিকল্পনা বড় পর্দায় দেখে নাকি দর্শক চমকে যাবেন।

Avatar

anita

X