Jeet

‘বাংলা সিনেমার জয় হোক’, প্রথমবার হিন্দি-বাংলাতে একসাথে মুক্তি পাচ্ছে ‘চেঙ্গিজ’, জিৎ-কে শুভেচ্ছা দেবের

হিন্দি(Hindi) বা তামিল(Tamil) ছবির বাংলা ডাবিং তো আমরা হামেশাই দেখে থাকি। তবে বাংলা ছবির হিন্দি ডাবিং আর কোথায়! তবে এবার সেই খামতি পূরণ করতেই আসছে টলি সুপারস্টার জিৎ-র(Jeet) নতুন ছবি ‘চেঙ্গিজ'(Chengiz)। আসন্ন ঈদে বাংলা এবং হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

গত ২১ মার্চ মঙ্গলবার নিজের ফেসবুক ওয়াল থেকে একটি পোস্ট করেন ট্রেড অ্যানালিস্ট চরণ আদর্শ। সেখানেই তিনি চেঙ্গিজ সম্পর্কে একটি বড় আপডেট দেন। তিনি জানান, এই প্রথম কোনো বাংলা ছবি একই সাথে বাংলা ও হিন্দি ভাষায় অর্থাৎ প্যান ইন্ডিয়া বেসিসে মুক্তি পেতে চলেছে।

একই সাথে টুইট করে এই খবর শেয়ার করেন খোদ অভিনেতা জিৎ-ও। আর এবার সেটাই রিটুইট করলেন ‘বাঘাযতীন’। বাংলা ছবির জয়ে নিজের উচ্ছ্বাস দেখালেন দেব। তিনি লেখেন, ‘এটা একটি দারুণ খবর, আমার অসংখ্য শুভেচ্ছা রইল গোটা টিমের জন্য। জয় হোক বাংলা সিনেমার।’

দেবের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই হুড়োহুড়ি পড়ে যায় অনুরাগীদের মধ্যে। অনেকেই জিৎ-কে শুভেচ্ছা জানিয়েছেন এই বিষয়ে। এক ইউজার লিখেছেন, ‘এই ব্যাপারগুলো খুব ভালো লাগে।’ তো কেউ আবার লিখেছেন, ‘এবার ইদে তোমার সিনেমা মিস করব। যদি ধূমকেতু রিলিজ করানো যেত খুব ভালো হতো।’

অপর একজনের দেবের কাছে আর্জি জানিয়েছেন, ‘হ্যাঁ বাংলা সিনেমার জয় হবে। দাদা তুমি এবার একটু মাস সিনেমায় ফিরে আসো। জিৎ দার মতো সিনেমা বানাও। পুরনো দেবকে আবার দেখতে চাই।’ আরেক জিৎ ভক্ত লিখেছেন, ‘এই ছবি সুপারহিট হবেই হবে।’

গত মঙ্গলবার জিৎ এই বিষয়ে লেখেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে চেঙ্গিজ প্রথম বাংলা ছবি হতে চলেছে যেটা একই সময় হিন্দি ভাষাতেও মুক্তি পাবে। এই ইদে আসছে চেঙ্গিজ।’ জানিয়ে রাখি এই ছবিটি প্রযোজনা করছেন জিৎ, গোপাল মাদনানি, অমিত জুমরানি। পরিচালকের আসনে আছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।

Avatar

Moumita

X