Arijit

শুধুমাত্র আইপিএল খেলার লোভে টেস্ট খেলল না কোহলিরা, ভারতের ওপর রাগে ফুঁসছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

করোনার কারণে বাতিল হয়ে গেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। আর ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়ে যাওয়ায় রাগে ফুঁসছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা সমস্ত দায় ভারতীয় ক্রিকেটারদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের দাবি, “ভারতীয় শিবিরে করোনার প্রকোপ মোটেও বাড়েনি, শুধুমাত্র আতঙ্কের কারণে তারা পঞ্চম টেস্ট ম্যাচ খেলল না।”

   

ইসিবি কর্তা টম হ্যারিসন বলেন, গত দু’দিন যা হয়েছে তা ভয়াবহ। তবে সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা নেওয়ার সত্বেও ভারতীয় দলকে টেস্ট ম্যাচ খেলার জন্য রাজি করানো যায় নি। সহকারি ফিজিও যোগেশ পারমার কোভিড আক্রান্ত হতেই ভারতীয় ক্রিকেটাররা ভয় পেয়ে যায়, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

তিনি আরও বলেন, আমরা সারাদিন ভারতীয় ক্রিকেটারদের বোঝানোর চেষ্টা করেছি। কোভিড বিশেষজ্ঞ চিকিৎসক এনেও বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা কিছুতেই রাজি হয়নি। শুধুমাত্র আতঙ্কের কারণে তারা শেষ টেস্ট ম্যাচ খেলল না। ওদের ভয় টেস্ট খেলতে গিয়ে যদি কেউ করোনা আক্রান্ত হয়ে পড়ে তাহলে সে আর আইপিএল খেলতে পারবে না।