ছোট থেকেই করেছেন সংগ্রাম, চেনেন ‘তোমাদের রানী’র হিরোকে, রইল অভিনেতার আসল পরিচয়

নিউজশর্ট ডেস্কঃ Tomader Rani Actor Arkaprovo Roy Life Story: TRP তালিকায় জায়গা না হওয়ার জন্য একদিকে যেমন সিরিয়াল(Bengali Serial) বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি নতুন সিরিয়াল একটার পর একটা এসেই চলেছে। স্টার জলসাতেও(Star Jalsa) সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তোমাদের রাণী'(Tomader Rani)। এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন নবাগত অর্কপ্রভ রায়(Arkaprovo Roy)। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম দুর্জয়, চরিত্রে একজন রগচটা হলেও দর্শকদের মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন এই নতুন হিরো।

 পরিচয়: সিরিয়ালের পর্দায় রাগী চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে অভিনেতা কেমন এইটা জানার জন্য কৌতূহল রয়েছে দর্শকদের মধ্যে। আজকে এই অভিনেতার সম্পর্কে অজানা তথ্য আপনাদেরকে জানাবো। বাস্তব জীবনে খুব হাসি খুশি এই অভিনেতা। কর্মজীবনে একাধিক পেশাতে কাজ করার পর অবশেষে স্টার জলসায় বড় ব্রেক পেয়েছেন তিনি।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারের দেওয়ার সময় অভিনেতা বলেন যে তিনি একজন জুনিয়ার আর্টিস্ট হিসেবে প্রথম কাজ করেছিলেন। এরপর ২০০৯ সালে সিরিয়ালে প্রথম কাজ করেন তিনি। মুম্বাইতে সহকারী পরিচালক হিসেবে সাড়ে চার বছর ধরে কাজ করেন তিনি। এছাড়া পিচর্স ২, আশ্রম ৩ এর মত বড় প্রোজেক্টেও কাজ করেছেন অর্কপ্রভ। পড়াশুনায় তিনি একজন সাংবাদিকতার ছাত্র।

একসময় ওয়েডিং ফটোগ্রাফার হিসেবেও কাজ করেন এই অভিনেতা। তবে এই কঠিন সময়কে জীবন সংগ্রাম নয়, বরং জীবনের সফর হিসাবে তিনি দেখেছেন। তার পরিবার সবসময় তার পাশে ছিল। তার বাড়ির লোকেরাও বিনোদনের সঙ্গে যুক্ত। অভিনেতার বাবা তবলা এবং পারকাসন বাজান, আর মা শ্রুতি নাটক করতেন।

অভিনয়ের পাশাপাশি তার জীবনে আরও বেশ কিছু স্বপ্ন রয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী দিনে সুযোগ পেলে পরিচালক এবং প্রযোজক হতে চান তিনি। তবে এই মুহূর্তে তোমাদেরই রানী সিরিয়াল নিয়েই তিনি ব্যস্ত থাকবেন। এই কাজ এখন তার জীবনের মূল লক্ষ্য।

Papiya Paul

X