নিউজ শর্ট ডেস্ক: বাঙালির বিনোদনের ডেলি ডোজ মানেই মেগা সিরিয়াল।প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই টিভির পর্দায় শুরু হয়ে যায় একের পর এক বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। এই সমস্ত সিরিয়ালের হাত ধরেই দর্শকমহলে রাতারাতি সেলিব্রেটি হয়ে যান বহু অভিনেতা-অভিনেত্রী। দেখতে গেলে বড় পর্দার নায়ক নায়িকাদের থেকে কোন অংশে কম নয় ছোট পর্দার এই জনপ্রিয় তারকারা।
বাংলা সিরিয়ালের দৌলতে বাংলা জোড়া খ্যাতি তাঁদের। কেউ কেউ আবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জনপ্রিয় গোটা দেশে। এই মুহূর্তে বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) সিরিয়ালের নায়িকা জ্যাস ওরফে জগদ্ধাত্রী। অ্যাকশন ড্রামায় ভরপুর এই সিরিয়ালের নায়িকা জ্যাস একদিকে যেমন ঘর সামলায় তেমনি বাইরে গুন্ডা বদমাইশদেরও মেরে ধরাশায়ী করে দিতে পারে।
তার মগজাস্ত্রের কাছে হেরে ভূত হয়ে যায় বাঘা বাঘা সব ক্রিমিনালরাও। তবে জগদ্ধাত্রী একা নয় তাঁকে জোরদার টেক্কা দেয় বাংলা সিরিয়ালের অন্যান্য অভিনেত্রীরাও। তালিকায় রয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়ার’ (Anurager Chhowa) দীপা (Deepa), নিম ফুলের মধুর পর্ণা কিম্বা ফুলকি সিরিয়ালের ফুলকি সহ আরও অনেকে। কিন্তু দর্শকদের বিচারে সেরা ফিকশনাল চরিত্র কে?
তা জানতেই ওরম্যাক্স ক্যারেকটারস ইন্ডিয়া লাভার্স একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষা থেকেই জানা গিয়েছে দর্শকদের বিচারে এই ফিকশনাল চরিত্রগুলির মধ্যে প্রথম স্থানেই রয়েছে জগদ্ধাত্রী। আর তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়ার দীপা। তাই বোঝাই যাচ্ছে এই সিরিয়ালটি নিয়ে দর্শকমহলে ক্রেজ কমেনি আজও।
আর তারপরেই জায়গা করে নিয়েছে ‘সন্ধ্যাতারা’ সিরিয়ালের নায়িকা সন্ধ্যা। আর চতুর্থ স্থানে নাম রয়েছে জি বাংলার নিম ফুলের মধু সিরিয়ালের প্রধান নায়িকা আলোকপর্ণার। আর তারপরেই পঞ্চম স্থানে জায়গা পেয়েছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়ক সূর্য। যদিও ইদানিং সে নায়ক কম ভিলেনের মতো বেশি আচরণ করছে ধারাবাহিকে।