পার্থ মান্নাঃ বলিউড মানেই না শুধু সিনেমা তা কিন্তু একেবারেই নয়। বলিউডের সিনেমার গান আমাদের প্রতিদিনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রির প্লে ব্যাক সিঙ্গারদের মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্যে রয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও সোনু নিগমের মত ব্যক্তিত্বের নাম। একটা গানের জন্য বেশ মোটা টাকা পারিশ্রমিক দাবি করেন গায়ক-গায়িকারা। তবে সবচেয়ে বেশি টাকা নেন কে জানেন? উত্তর মিলবে আজকের প্রতিবেদনেই।
প্লেব্যাক সিঙ্গারদের পারিশ্রমিক
একটা সময় ছিল যখন গান গাইলেও খুব একটা পারিশ্রমিক পেতেন না গায়কেরা। ৬০ এর দশকেও মান্না দে-র মত বিখ্যাত গায়ক পারিশ্রমিক পেতেন ৩০০ টাকা। তবে লতা মঙ্গেশকর ধীরে ধীরে সেই রীতির বদল ঘটান। ইউটিউবের মত প্লাটফর্মে গানের স্ট্রিমিং চালু হওয়ার পর থেকেই বেড়ে যায় গায়কদের দাম। বর্তমানে লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক পান বলি ইন্ডাস্ট্রির টপ প্লেব্যাক সিঙ্গাররা।
সেই হিসাবে হয়তো অনেকেই ভাবছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং বা সুনিধি চৌহান সবচেয়ে বেশি টাকা পান একটা গানের জন্য। যদি সেটা ভেবে থাকেন তাহলে একেবারেই ভুল ভাবছেন। কারণ ইন্ডাস্ট্রিতে এমন একজন আছেন যিনি একটি গানের জন্য প্রায় ১০-১৫ গুণ পর্যন্ত বেশি টাকা দাবি করেন। কত টাকা? উত্তর হল একটা গান তৈরির জন্য প্রায় ৮-১০ কোটি টাকা।
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়ক
অনেকেই হয়তো ভাবছেন অরিজিৎ না হলে কাকে এতটাকা পারিশ্রমিক দেওয়া হয়? উত্তর হল এ আর রহমান। জানা যাচ্ছে শুধুমাত্র কনসার্টে গান গাওয়ার জন্যই নাকি ৩ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি। আর যদি কোনো ছবিতে গান করতে হয় সেক্ষেত্রে ১০ কোটি টাকা পর্যন্ত চার্জ করতে পারেন। আসলে তিনি নিজেই গান লেখেন ও সুর দেন তাই কোনো কাজ নিলে তার জন্য অত্যাধিক পরিমাণ পারিশ্রমিক নেন।
একটা গ্রামের জন্য কত পারিশ্রমিক পান শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং?
বলিউডের সেরা গায়িকাদের তালিকায় শুরুর দিকেই রয়েছেন শ্রেয়া ঘোষাল। বর্তমানে একটি গানের জন্য ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এরপর রয়েছেন সুনিধি চৌহান। একটি গানের জন্য প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকা নেন তিনি। অরিজিৎ সিংও গানের জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত চার্জ নেন। আর সোনু নিগম একটি গানের জন্য ১৫ থেকে ১৮ লক্ষ টাকা পর্যন্ত চার্জ করেন।