বলিউড,বিনোদন,কমেডি মুভি,মস্তি,নো এন্ট্রি,থ্যাঙ্ক ইউ,Bollywood,Entertainment,Comedy Movie,Masti,No Entry,Thank you

Moumita

বলিউডের সেরা ৫টি কমেডি ছবি, যা না দেখলে আপনি করবেন চরম মিস

কমেডি ড্রামা তো সবসময়ই বলিউডের অন্যতম পছন্দের একটি ঘরানা। আর এই কমেডির কথা এলেই সবার প্রথমে যেটা মাথায় আসে তা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক। বলিউডের এমন অনেক ছবিই আছে তাতে বিবাহবহির্ভূত সম্পর্ককে নিয়ে এমন সব মজাদার গল্প উপস্থাপিত করা হয়েছে যা দেখলে হাসিতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় হয়। আজ এমনই কিছু জনপ্রিয় ছবির কথা বলবো এই প্রতিবেদনে।

   

১) মস্তি : বলিউড আগে প্রাপ্তবয়স্ক এবং কমেডি ছবির জন্য বিশেষ পরিচিত ছিল না। কিন্তু ইন্দ্র কুমার পরিচালিত মস্তি পুরো খেলাটাই পাল্টে দেয়। এই ছবির গল্প মূলত তিন স্বামীকে কেন্দ্র করে। ছবিতে অভিনয় করেছেন বিবেক ওবেরয়, আফতাব শিবদাসানি এবং রিতেশ দেশমুখ। বহু বছর পর দেখা হয় এই তিন বন্ধুর এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে তাদের বিবাহিত জীবন বড্ডো বোরিং হয়ে গেছে। যার মধ্যে তাদের কিছুটা টেম্পারিং দরকার। এরপর থেকেই শুরু হয় টুইস্ট।
বলিউড,বিনোদন,কমেডি মুভি,মস্তি,নো এন্ট্রি,থ্যাঙ্ক ইউ,Bollywood,Entertainment,Comedy Movie,Masti,No Entry,Thank you

২) পতি পত্নী আর ও : ‘পতি পত্নী অর ও’ হল মুদাসার আজিজ পরিচালিত একটি বলিউড রোমান্টিক কমেডি ফিল্ম। ছবিতে এক মধ্যবিত্ত স্বামীর (কার্তিক আরিয়ান) জীবন হঠাৎ করেই বদলে যায় যখন দিল্লির এক নামিদামি ফ্যাশন ডিজাইনার তার অফিসে আসে।
বলিউড,বিনোদন,কমেডি মুভি,মস্তি,নো এন্ট্রি,থ্যাঙ্ক ইউ,Bollywood,Entertainment,Comedy Movie,Masti,No Entry,Thank you

৩) থ্যাঙ্ক ইউ : ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘থ্যাঙ্ক ইউ’। ছবির পরিচালনা করেছেন আনিস বাজমী। ছবির গল্প আবর্তিত হয়েছে তিন পুরুষ ববি দেওল, ইরফান খান এবং সুনীল শেঠিকে ঘিরে। তারা বিবাহের বাইরে গিয়ে জীবনকে উপভোগ করার জন্য একটি ইয়ট ব্যবসা সেট করে। তবে এ বিষয়ে সবকিছু জেনে যায় তাদের স্ত্রীরা। এরপর তারা তাদের স্বামীদেরকে ধরার জন্য একজন প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করে। প্রাইভেট ডিটেকটিভের ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার।
বলিউড,বিনোদন,কমেডি মুভি,মস্তি,নো এন্ট্রি,থ্যাঙ্ক ইউ,Bollywood,Entertainment,Comedy Movie,Masti,No Entry,Thank you

৪. নো এন্ট্রি : ‘নো এন্ট্রি’ ফিল্মটি আনিস বাজমি দ্বারা পরিচালিত যা একজন স্থানীয় সংবাদপত্রের মালিকের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে। মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর, লারা দত্ত, সলমন খান, এশা দেওল। অনিল কাপুর যিনি সবসময়ই তার স্ত্রী লারা দত্তের প্রতি অনুগত থাকলেও তিনি সবসময়ই নিজের স্বামীকে সন্দেহ করেন। এর মাঝে সলমন মে সবসময়ই নিজের স্ত্রীকে (এশা দেওল) ধোঁকা দেয় তিনি অনিলের পরিচয় করিয়ে দেন বিপাশা বসু অভিনীত এক মোহনীয় পতিতার সাথে। এরপরের টুইস্ট ছবিটি দেখলেই স্পষ্ট হবে।
বলিউড,বিনোদন,কমেডি মুভি,মস্তি,নো এন্ট্রি,থ্যাঙ্ক ইউ,Bollywood,Entertainment,Comedy Movie,Masti,No Entry,Thank you

৫. বিবি নম্বর 1 : বিবি নং 1 সিনেমাটি একটি বলিউড কমেডি। যেটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান। সলমন খান, অনিল কাপুর, কারিশমা কাপুর, টাবু এবং সুস্মিতা সেনকে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। ছবির গল্পে দেখানো হয়েছে যে একজন সাধারণ গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন করিশ্মা কাপুর। যে তার স্বামী সলমনের সাথে থাকে এবং যার দুটি সন্তান রয়েছে। এরমাঝে সলমন হঠাৎ করেই সুস্মিতার প্রেমে পড়ে এবং তার সাথেই থাকতে শুরু করে।