বিনোদন জগতের খ্যাতি আমাদের যতটা না আকৃষ্ট করে তার চেয়েও বেশি আকৃষ্ট করে এই দুনিয়ার মানুষজন। আমাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনো তারকাকে দেখে মন হারিয়েছি। যদিও আমরা সকলেই জানি যে, তাদের নিয়ে কেবল স্বপ্ন দেখাই সম্ভব তা সত্বেও যখনই কোনো পছন্দের তারকার বিয়ের খবর শুনেছি হৃদয় ভেঙেছে আমাদের।
তবে এর মধ্যেও এমন বেশ কিছু তারকা আছেন যারা তাদের ভক্তদের কষ্ট না দেওয়ার জন্য জীবনে কখনোই বিয়ের পিঁড়িতে বসবেন না বলে ঠিক করেছেন। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নিই এমনই কিছু খ্যাতনামা তারকার নাম।
1. ডিনো মোরিয়া :- যদি সৌন্দর্য দিয়ে খুন করা যেতো তাহলে অনেক আগেই গ্রেফতার হতেন ডিনো মোরিয়া। ‘রাজ’ খ্যাত এই অভিনেতার জন্য পাগল ছিলো দেশের সমস্ত নারী। জানিয়ে রাখি, এখনও পর্যন্ত অবিবাহিত রয়েছেন এই অভিনেতা।
2. রাহুল খান্না :- ৪৫ বছর বয়সী এই হ্যান্ডসাম হাঙ্ক দেশের লাখো তরুণীর রাতের ঘুম কেড়েছেন। তিনিও কবে বিয়ে করবেন তার ঠিক নেই।
3. সালমান খান :- বলিউডের ভাইজানের আর আলাদা কোনো পরিচয়ের প্রয়োজন নেই। মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খান আজও তাঁর হাঁটুর বয়সী মেয়েদের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তার সম্পর্কে অনেক গুজব শোনা গেলেও এখনো পর্যন্ত বিয়ে করেননি তিনি।
6. মনীশ মালহোত্রা :- মনীশ মালহোত্রা তার ড্রপ-ডেড-গর্জিয়াস লুক দিয়ে ফ্যাশন সার্কিটের পাশাপাশি লাখো মহিলার হৃদয়ে রাজত্ব কায়েম করেছেন। কিন্তু, যখন তার নিজের বিয়ের কথা আসে, এখনও নিজের সঠিক ফিট খুঁজে পাননি মণীশ।
5. রণদীপ হুদা :- সুস্মিতা সেন এবং নীতু চন্দ্রের মতো সেলিব্রিটিদের ডেট করেছেন বলে জানা যায়। তবে এখনও পর্যন্ত বিয়ের কোনো কথা ভাবেননি তিনি।
6. টাবু :- একইসাথে লাস্যময়ী এবং ব্যক্তিত্বময়ী চেহারার অধিকারী টাবু যে কত পুরুষকে কাবু করেছে তার ইয়ত্তা নেই। ৪৮ বছরে পা দিলেও বিয়ের পিঁড়ি থেকে শত হাত দূরে তিনি।
7. আমিশা প্যাটেল :- ‘কাহো না পেয়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল এখনও অবিবাহিত। বেশ কয়েকবার অ্যাফেয়ার্সের খবর শোনা গেলেও বিয়ের কোনো পাকা খবর আজও শোনা যায়নি।