বলিউড,বিনোদন,শাহরুখ খান,রইস,মাই নেম ইজ নাম,ডিয়ার জিন্দেগি,স্বদেশ,হে রাম,Bollywood,Entertainment,Shahrukh Khan,Raees,My name is khan,Dear zindegi,Swades,Hey Raam

Moumita

শুধু রোমান্সই নয়, সমস্ত চরিত্রেই পারদর্শী তিনি, যে ১০ টি আইকনিক ছবির মাধ্যমে নিজেকেই নতুন করে গড়েছেন শাহরুখ

‘রাহুল নাম তো শুনা হি হোগা’, তাঁর এই সংলাপ আজও মানুষের মুখে মুখে ঘোরে। বলিউডকে দিয়েছিলেন রোমান্টিক হিরোর নতুন ধারণা। যাকে দেখে প্রেমিকরা প্রেম নিবেদনের নতুন পথ খুঁজে পেয়েছিলো তিনি আর কেউ নন, বলিউড বাদশা শাহরুখ খান। মহব্বতে, বীর জারা, কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, এর মতো কালজয়ী সিনেমার মাধ্যমে রোমান্সের নতুন সংজ্ঞা তৈরি করেছিলেন তিনি। তবে রোমান্সের কিং নিজে কি শুধুই রোমান্টিক হিরো হয়েই থাকতে চেয়েছেন? না, একদমই নয়। আর সেকারণেই দিনদিন নিজেকে ভেঙেচুরে নতুন ভাবে উপস্থাপিত করতে চেয়েছেন তিনি। আজ এমনই কিছু ছবির কথা বলবো যেগুলি বক্স অফিসে বিশেষ প্রভাব না ফেললেও এই প্রতিটি ছবিতে শাহরুখ ভেঙেছে নিজের চিরাচরিত আইকনিক রেকর্ড।

   

১ মায়া মেমসাব

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘মায়া মেমসাব’ মূলত পরকীয়াকে কেন্দ্র করে। ছবিতে ললিত (শাহরুখ) একজন বিবাহিত নারী মায়ার (দীপা সাহি) প্রেমে পড়ে যায়। সেই সময় সিনেমাটি বিশেষ সাফল্য না পেলেও ছবিতে দূর্দান্ত অভিনয় করেছিলেন শাহরুখ।

বলিউড,বিনোদন,শাহরুখ খান,রইস,মাই নেম ইজ নাম,ডিয়ার জিন্দেগি,স্বদেশ,হে রাম,Bollywood,Entertainment,Shahrukh Khan,Raees,My name is khan,Dear zindegi,Swades,Hey Raam

২ হে রাম

“হে রাম” ছবিতে খুবই ছোটো কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কমল হাসান। ছবিতে তারই এক বন্ধুর চরিত্রে দেখা গেছিলো শাহরুখকে। জানিয়ে রাখি, ভারতের স্বাধীনতা সংক্রান্ত ছবিগুলির মধ্যে অন্যতম সেরা ছবি হলো কমল হাসান অভিনীত “হে রাম”।

বলিউড,বিনোদন,শাহরুখ খান,রইস,মাই নেম ইজ নাম,ডিয়ার জিন্দেগি,স্বদেশ,হে রাম,Bollywood,Entertainment,Shahrukh Khan,Raees,My name is khan,Dear zindegi,Swades,Hey Raam

৫ স্বদেশ

২০০৪ সালে ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ছবি বলিউডের ‘কাল্ট ক্লাসিক’ ‘স্বদেশ’। বিশেষজ্ঞদের মতে শাহরুখ অভিনীত সেরা ছবির তালিকায় “সর্বশেষ” থাকবে শীর্ষস্থানে। ছবিতে শাহরুখের অভিনয়কে অকুন্ঠ প্রশংসায় ভরিয়ে দিতে কার্পণ্য করেননি ছবি সমালোচকেরা।

বলিউড,বিনোদন,শাহরুখ খান,রইস,মাই নেম ইজ নাম,ডিয়ার জিন্দেগি,স্বদেশ,হে রাম,Bollywood,Entertainment,Shahrukh Khan,Raees,My name is khan,Dear zindegi,Swades,Hey Raam

৬ পাহেলি

পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি এই গল্পে একটি ভূতের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ, যে এক বিবাহিতা মহিলার প্রেমে পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত এই ছবিটি।

বলিউড,বিনোদন,শাহরুখ খান,রইস,মাই নেম ইজ নাম,ডিয়ার জিন্দেগি,স্বদেশ,হে রাম,Bollywood,Entertainment,Shahrukh Khan,Raees,My name is khan,Dear zindegi,Swades,Hey Raam

৭ চাক দে! ইন্ডিয়া

শাহরুখ অভিনীত আরেকটি মাস্টারপিস হলো “চাক দে ইন্ডিয়া”। রোমান্স তো দূরে থাক ছবিতে শাহরুখের বিপরীতে ছিলোনা কোনো নায়িকা। ছবিতে ভারতীয় জাতীয় মহিলা হকি টিমের কোচ হিসেবে পর্দায় হাজির হয়েছিলেন তিনি।

বলিউড,বিনোদন,শাহরুখ খান,রইস,মাই নেম ইজ নাম,ডিয়ার জিন্দেগি,স্বদেশ,হে রাম,Bollywood,Entertainment,Shahrukh Khan,Raees,My name is khan,Dear zindegi,Swades,Hey Raam

৮ মাই নেইম ইজ খান

করণ জোহর পরিচালিত, শাহরুখ অভিনীত এই ছবিটি শুধু ‘কাল্ট ক্লাসিক’ তকমা পেয়েই থেমে থাকেনি‌। ছবিটি জায়গা করে নিয়েছে ভারতীয় ছবির ইতিহাসে। রোমান্স কিং থেকে সোজা একজন মানসিক ভারসাম্যহীন মানুষের চরিত্রে অভিনয় করা মোটেও সহজ ছিলোনা শাহরুখের জন্য।

বলিউড,বিনোদন,শাহরুখ খান,রইস,মাই নেম ইজ নাম,ডিয়ার জিন্দেগি,স্বদেশ,হে রাম,Bollywood,Entertainment,Shahrukh Khan,Raees,My name is khan,Dear zindegi,Swades,Hey Raam

৯ ডিয়ার জিন্দগি

রিমা কাগতি পরিচালিত এই ভিন্ন ধারার ছবিতে সম্পূর্ণ ভিন্ন অবতারে পর্দায় হাজির হয়েছিলেন শাহরুখ। শাহরুখের অসাধারণ অভিনয় ছবিটিকে এক আলাদাই মাত্রা এনে দিয়েছিলো।

বলিউড,বিনোদন,শাহরুখ খান,রইস,মাই নেম ইজ নাম,ডিয়ার জিন্দেগি,স্বদেশ,হে রাম,Bollywood,Entertainment,Shahrukh Khan,Raees,My name is khan,Dear zindegi,Swades,Hey Raam

১০ রইস

তালিকার পরবর্তী নাম রইস। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির গল্প এক মদ ব্যবসায়ীর গুণ্ডা হয়ে ওঠার গল্প ৷ যে গুণ্ডা একেবারেই রবিনহুড। আর এই রবিনহুডের চরিত্রে শাহরুখের চেয়ে ভালো কেউ হতেই পারতোনা।

বলিউড,বিনোদন,শাহরুখ খান,রইস,মাই নেম ইজ নাম,ডিয়ার জিন্দেগি,স্বদেশ,হে রাম,Bollywood,Entertainment,Shahrukh Khan,Raees,My name is khan,Dear zindegi,Swades,Hey Raam