নিউজশর্ট ডেস্কঃ বলিউড(Bollywood) ইন্ডাস্ট্রিতে এখন রমরমিয়ে চলছে বাঙালীদের রাজত্ব। যীশু সেনগুপ্ত থেকে স্বস্তিকা মুখার্জি, আবার অন্যদিকে টোটা রায় চৌধুরী(Tota Roy Chowdhury) সবাই দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন বলিউডে। অভিনয় না তাদের অভিনয় দক্ষতার প্রশংসা করছেন সমালোচকরা পর্যন্ত। সম্প্রতি করন জোহারের(Karan Johar) ‘রকি অর রানি কি প্রেম কাহানি'(Rocky Aur Rani Ki Prem Kahani) ছবিতে চন্দন চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী।
এখানে অভিনয়ের পাশাপাশি তার নাচ সারা ভারতবর্ষ জুড়ে চর্চিত হয়েছে। সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে করণ জোহর, রণবীর সিং, আলিয়া ভাট, মহেশ ভাট সকলের সম্পর্কে মন্তব্য করেছেন টোটা। তিনি বলেছেন যে করণের সঙ্গে কাজ করতে গিয়ে তার কখনোই মনে হয়নি যে তিনি ‘স্বজনপোষণ’ করছেন। টোটা টলিউড পরিচালকদের কাছ থেকেও যে সম্মান ভালোবাসা পাননি, সেটা বলিউড থেকে পেয়েছেন।
অভিনেতার কথায়, “কীসের স্বজনপোষণ! যাঁরা হিংসুটে তাঁরাই সারাজীবন এসব বলবেন। আর একটা কথা, দর্শকের পকেট থেকে কেউ টাকা ছিনিয়ে নিচ্ছেন না। দর্শক ছবি ভালো লাগলে তবেই দেখতে যান, কেউ হাত ধরে হলে নিয়ে যান না। তাই এই যুক্তিটা হাস্যকর। কারণ, ছবি ভালো না লাগলে মানুষ এখন এমনই রিজেক্ট করেন। আসলে দূর থেকে এই মানুষগুলোকে সকলে দেখেন তো, কাছ থেকে চিনলে এই অভিযোগ আসবে না।”
এর পাশাপাশি আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ টোটা। তিনি অভিনেত্রীকে ‘মিষ্টি মেয়ে’ বলে মনে করেছেন। আর রণবীর সিং তো সবসময় শুটিং সেট মাতিয়ে রাখতেন। এর পাশাপাশি করণ জোহরের প্রশংসা করেছেন অভিনেতা। তিনি বলেছেন, শুধু অভিনেতা-অভিনেত্রীদের নয়, হেয়ার ড্রেসার, মেকআপ ম্যান, ক্যামেরাম্যান সকলেরই যত্ন নেন করণ। কাজ করতে গিয়ে টোটা লক্ষ্য করেন যে সেখানে অভিনয়কে রীতিমত ঈশ্বরের জ্ঞানে পুজো করেন সমস্ত এই সেলিব্রেটিরা।
তবে বলিউডের পাশাপাশি টলিউড ও ভালোভাবে কাজ করতে চান তিনি। তাই বলিউডে আগামী দিনে কাজের সুযোগ থাকলেও বাংলাতেও সমান ভাবে কাজ করে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন এই জনপ্রিয় অভিনেতা।