নিউজশর্ট ডেস্কঃ ঘুরতে যেতে কে না ভালোবাসে। আর বাঙালি তো বরাবরই ভ্রমণপ্রিয়। তাই হাতে মাত্র দুদিনের ছুটি থাকলেও ঝটপট ব্যাগ গুছিয়ে এদিক ওদিক বেরিয়ে পড়েন ভ্রমণপিপাসুরা। কেউ যেমন সমুদ্রে যেতে ভালোবাসেন, কেউ আবার পাহাড় কিংবা জঙ্গল। কিন্তু ঘুরতে যেতেই হবে, বাড়ি বসে সময় নষ্ট করলে চলবে না।
সমুদ্র বলতে আমরা শুধুমাত্র দিঘা(Digha) কিংবা বকখালি বুঝি। আর একটু বেশি সময় হাতে থাকলে পুরীর(Puri) কথা মনে করি। কিন্তু বর্তমানে এই জায়গাগুলো পর্যটকদের ভিড় সবসময় লেগেই থাকে। তাই যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করেন তারা সব সময় অফবিট ডেস্টিনেশন(Offbeat Destination) খুঁজতে থাকেন।
তাই আজকের এই প্রতিবেদনে কলকাতার খুব কাছের একটি সি বিচে ঘুরে আসার জন্য আপনাদেরকে জানাবো। আপনারা জানলে অবাক হবেন অনেকেই এই জায়গাটিকে ‘মিনি দীঘা'(Mini Digha) বলে আখ্যা দিয়ে থাকেন। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে এটি কোথায়? এটির নাম ‘ভাটরা বিল'(Vatra Bill)। মালদায়(Malda) অবস্থিত একটি ঝিল। এখানে বহু মানুষ ঘুরতে আসেন। একেবারে পিকচার পারফেক্ট জায়গা।
বিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখতে পাবেন না। সুন্দর স্বচ্ছ জলে মন ভরে যাবে। বর্ষাকালে এই অঞ্চলে আসতে বেশি পছন্দ করে মানুষজন। এখানে আপনি নৌকা বিহার করতে পারবেন। মনের মতো ভাবে ঘুরতেও পারবেন । তাই হাতে অল্প সময় থাকলে আর দেরি না করে চটজলদি এই নতুন সি বিচ থেকে ঘুরে আসতে পারেন।