Tourist Spot

Tourist Spot: লাগবে না এক পয়সাও খরচ, ভারতের এই ৬ জায়গায় থাকা-খাওয়া সব একদম ফ্রি!

নিউজশর্ট ডেস্ক: ঘুরতে(Travel) যেতে ভালবাসেন কমবেশি সকলেই। ঘুরতে গেলেই প্রচুর টাকা খরচ হয়ে যাবে এই ভাবনায় বহু মানুষ পিছিয়ে আসেন। এমনিতেই দিনে দিনে হোটেল-রিসোর্টর ভাড়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু আমাদের দেশে এমন কিছু জায়গা রয়েছে যেখানে থাকার জন্য এক পয়সাও খরচ হবে না আপনার।

এবার কোথাও যদি ঘুরতে যাওয়ার প্ল্যান থেকে থাকে তাহলে এই জায়গাগুলোর(Tourist Spot) সম্পর্কে জেনে রাখুন। এই জায়গাগুলোতে আপনি সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবেন। চলুন তাহলে এই তালিকা জেনে নেওয়া যাক।

১) উত্তরাখণ্ডের গোবিন্দ ঘাট গুরুদ্বার: আপনি যদি হেমকুন্ডু সাহিব পরিদর্শন করতে চান কিংবা ফুলের উপত্যকা ট্রেকিং করতে চান। তাহলে বিনামূল্যে এই গুরুদ্বারে থাকতে পারেন। এখানে বিনামূল্যে খাবারের ও সুবিধা রয়েছে।

আরও পড়ুন: Tourist Spot: তাজমহল নয়, বিদেশী পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা ভারতের এই আশ্চর্য মন্দির!

২) গুজরাতের দারকার গুরুদ্বরে সম্পূর্ণ বিনামূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে।

৩) ঋষিকেশের গীতাভবনেও পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য থাকার জন্য প্রায় এক হাজারটি ঘর রয়েছে। বিনামূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে।

৪) কেরলের আনন্দ আশ্রম এখানেও সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবেন। এই আশ্রমে স্বেচ্ছাসেবী কাজে নিযুক্ত হতে চাইলে সেই সুযোগও আপনার জন্য রয়েছে।

৫) হিমাচল প্রদেশের মণিকরণ সাহেব গরুর দ্বারে পর্যটকদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়া ও পার্কিংয়ের ব্যবস্থা আছে।

৬) এছাড়া হিমাচল প্রদেশের চেইলের গুরুদ্বার সাহেব এই জায়গাটিতেও অতিথিদের বিনামূল্যে থাকা এবং খাবার ব্যবস্থা করা হয়। এই জায়গাটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে রাজ্য সরকার।

Avatar

Papiya Paul

X