Digha

Papiya Paul

Digha: দীঘায় গেলে এবার পড়বেন ফ্যাসাদে! বিরাট বিপদের সম্মুখীন পর্যটকেরা, যাওয়ার আগে সতর্ক থাকুন

নিউজশর্ট ডেস্ক: ভ্রমণ প্রিয় বাঙ্গালীদের ঘুরতে যাওয়ার জন্য অন্যতম জনপ্রিয় জায়গা দীঘা(Digha)। একেবারে সস্তায় দু-একদিনের ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন এই সমুদ্র সৈকত। তাই ছুটি পেলেই এখানে ভিড় জমান বাঙালি পর্যটকেরা । তবে শুধুমাত্র বাঙালি নয়, দেশ বিদেশের অন্যান্য জায়গা থেকেও বহু মানুষ দিঘাতে ঘুরতে(Travel) আসেন।

   

শীতের সময় দিঘাতে পর্যটকদের সংখ্যা অন্যান্য সময়ের থেকে বহুগুণ বেশি থাকে। তাই এবার দীঘাতে এলে একেবারেই সতর্ক থাকুন। কারণ সতর্ক না হলেই বড়োসড়ো বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। দীঘার সমুদ্র সৈকতের ধারে বসে সময় কাটাতে ভালোবাসেন সকল পর্যটকেরা। কিন্তু এই সময় কাটানোর সময় মারাত্মক বিপদ অপেক্ষা করছে আপনাদের জন্য।

কি সেই মারাত্মক বিপদ? চলুন তাহলে জেনে নেওয়া যাক ।এই মুহূর্তে দীঘায় ব্যাপক পরিমাণে মশার উপদ্রব বেড়েছে । আর এই মশার উপদ্রবের জন্য একেবারে নাজেহাল হয়ে পড়ছেন পর্যটকেরা। সন্ধ্যার সময় দিঘার সমুদ্রের ধারে বসে আড্ডা মারতে ভালোবাসেন পর্যটকরা। কিন্তু এই সন্ধের সমুদ্র উপভোগ করার সময় সেখানে সমস্যার সৃষ্টি করছে মশা।

আরও পড়ুন: Digha: সৌন্দর্য দেখে হবেন মুগ্ধ, দিঘার এই অফবিট লোকেশনের খোঁজ জানেন না অনেকেই

দিঘাতে কেন এত মশার উপদ্রব বেড়েছে? জানা গিয়েছে, ওল্ড দিঘা থেকে নিউ দীঘা সব জায়গাতেই এখন রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মযোগ্য চলছে। আর তাতেই জল নিকাশি ড্রেন অবরুদ্ধ হয়ে পড়েছে। আর তাই মশার উপদ্রব বহুগুণ বেড়ে গিয়েছে ।তবে এই মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন পর্যটকেরা।

five interesting spot of digha for the travellers

বিশেষ করে ওল্ড দিঘার তুলনায় নিউ দিঘাতে মশার উপদ্রব বেশি বলে জানিয়েছেন পর্যটকেরা। যদিও সমুদ্র সৈকতে মশার উপদ্রবের থেকে পর্যটকদের মুক্তি দেওয়ার জন্য দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।