Sundarban

Papiya Paul

Sundarban: শুধু রয়্যাল বেঙ্গল নয়, সুন্দরবনে গেলে এবার দেখা মিলবে এদেরও! বেড়িয়ে আসুন ছুটিতে

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র(Tourist Spot) সুন্দরবন(Sundarban)। শীতের সময় বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে পর্যটকদের ভিড় থাকে এই উপকূলবর্তী এলাকায়। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, পাখি বন্যপ্রাণীদের দেখার জন্য ভিড় উপচে পড়ে এখানে। আর এই বন্যপ্রাণীদের টানে প্রতিবছর প্রচুর পর্যটক এখানে ভ্রমণে আসেন।

   

আর এবার সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের জন্য রয়েছে আরেকটি দারুন সুখবর। এবার সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্কে বাঘ এবং কুমিরের পর দেখা যাবে আরো অনেক কিছু। সকলেই জানেন সুন্দরবনে অসংখ্য নদী রয়েছে। এই ম্যানগ্রোভ ঘেরা জঙ্গলে বাঘ, হরিণ, কুমির, শূকর, বাঁদর, বিষধর সাপ, বনবিড়াল সহ বিভিন্ন ধরনের জীবজন্তু বসবাস করে। তবে এবার পর্যটকদের জন্য সুন্দরবনে দেখা মিলবে হরেক প্রজাতির পাখির।

এমনিতেই সুন্দরবনে পরিযায়ী পাখিদের ভিড় থাকে শীতের সময়। তবে এরপর সুন্দরবনে তৈরি করা হচ্ছে এনক্লোজার। পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনের প্রায় পাঁচ হাজারের বেশি পাখির উপস্থিতি নজরে এসেছে। সেখানে প্রায় ১৪৫ প্রজাতির পাখি রয়েছে। তাই পাখিদের জন্য আলাদাভাবে কিছু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সুন্দরবনের বাঘ ইতিমধ্যেই ১০০-র গণ্ডি পার করে গিয়েছে।

আরও পড়ুন: Tourist Spot: বিরল প্রাণীদের বাস এই পাহাড়ি গ্রামে, কলকাতা থেকে কিছু দূরেই আছে লোকেশন, যাবেন নাকি?

তবে পর্যটকরা অনেকেই অভিযোগ করেন তারা সুন্দরবনে এলে বাঘের দর্শন পান না। তাই এবার বাসন্তী ব্লকের ঝড়খালিতে বনদপ্তরের উদ্যোগে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক তৈরি করা হয়েছিল। যেখানে একটি বাঘিনী ও দুটি বাঘ রাখা হয়েছে। এছাড়া একাধিক কুমির রয়েছে সেখানে। এই পার্কটিকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু গড়ে তোলার জন্য বিভিন্ন ভাবে সাজানো হচ্ছে।

আর এবার পাখিদের জন্য তৈরি করা হচ্ছে দুটো এনক্লোজার। এই এনক্লোজারের মধ্যেই কুড়িটির বেশি বিভিন্ন ধরনের সুন্দরবনের পাখি রাখা হবে। জলপথে সুন্দরবনে বেড়ানোর সময় পর্যটকেরা এই পাখিদের দেখতে পান না। তাই বনদপ্তরের তরফ থেকে এই এনক্লোজার তৈরির কাজ জোরকদমে চলছে যাতে পর্যটকেরা দেখতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের মধ্যেই পর্যটকদের জন্য এই দুটো এনক্লোজার খুলে দেওয়া হবে।