TRAI asks for report about Mobile Recharge Plans Price Hike from Jio Airtel

রিচার্জের দাম আসলে অনেকটাই কম আছে! TRAI রিপোর্ট চাইতেই সাফাই দিল Jio ও Airtel

নিউজশর্ট ডেস্কঃ এমনিতেই Jio, Airtel থেকে Vi রিচার্জের দাম বাড়ার পর থেকে ক্ষুদ্ধ সাধারণ মানুষ। অনেকেই খরচ বাঁচাতে BSNL এর সিম কার্ড কিনছেন বা নাম্বার পোর্ট করে নিচ্ছেন। এরই মাঝে ফের মোবাইল রিচার্জ নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে। জল্পনা মতে, আনলিমিটেড কলিং বা ডেটার প্ল্যান বন্ধ হয়ে যাবে! যদিও এমন কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে এমন হলে পুরোনো দিনের মত সস্তার রিচার্জ প্ল্যান ফিরবে বলে দাবি নেটিজেনদের।

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নেবে TRAI

আসলে জুলাই মাসের রিচার্জের দাম প্রায় ১২.৫% থেকে ২৫% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল। সুবিধা একই থাকলেও এই অতিরিক্তি মূল্যয়বৃদ্ধি মোটেই ভালোভাবে নেননি আমজনতা। কারণ দুর্মূল্যের বাজারে যায় বাড়ছে না অথচ আনলিমিটেড কলিং ও ডেটার জেরে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। যেখানে অনেকেই ডেটা বা কলিং সেভাবে ব্যবহারই করেন না। 

আগেকার সময় রিচার্জ না করলেও দিব্যি ফোনে ইনকামিং কল আসত। অথচ এখন শুধুমাত্র ফোন নাম্বার চালু রাখতে গেলেও প্রতিমাসে রিচার্জ বাধ্যতামূলক। দেরি হলেই বন্ধ হয়ে যাবে ইনকামিং কল। প্রতিটা কোম্পানিরই বর্তমানে নূন্যতম রিচার্জ ২০০ টাকার কাছে। বাধ্য হয়ে সেটাই রিচাজ করতে হচ্ছে মধ্যবিত্ত থেকে দরিদ্র সকলকেই। 

সম্প্রতি, টেলিকম কোম্পানি গুলির এমন দাম বাড়ানোর কারণ সম্পর্কে জানতে চেয়েছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। ইতিমধ্যেই এয়ারটেল রিপোর্ট জমা দিয়েছে যেটা প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও রিলায়েন্স সমর্থন করেছে। কি রয়েছে সেই রিপোর্টে জানেন?

আরও পড়ুনঃ Airtel-Jio এর ব্যবসায় লালবাতি! Live TV App লঞ্চ করে হাইভোল্টেজ ঝটকা দিল BSNL

কেন দাম বেড়েছে মোবাইল রিচার্জের?

টেলিকম কোম্পানির মতে, এখন যে প্ল্যান রয়েছে সেগুলো আসলেই নাকি গ্রাহকদের জন্য যথেষ্ট। আগে আনলিমিটেড কলিং থেকে এসএমএস এর মত সার্ভিসের জন্য আলাদা আলাদা করে রিচার্জ করতে হত। বদলে এখন একটা রিচার্জেই সব পাওয়া যাচ্ছে। তাই ফের যদি পুরোনো সিস্টেমে ফেরত যাওয়া হয় এতে আদতে অসুবিধাই হবে। এমনকি বেশিরভাগ গ্রাহকই নাকি মনে করেন বর্তমান পরিস্থিতিতে রিচার্জের দাম অনেকটাই কম রয়েছে। যদিও সোশ্যাল মিডিয়াতে দাম বাড়ার প্রতিবাদ দেখে তেমনটা মনে হয় না!

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X