TRAI

TRAI: সাবধান! অচেনা নম্বরের কল রিসিভ করলেই বিপদ, সতর্ক করল TRAI

নিউজ শর্ট ডেস্ক: এখন আমাদের আমাদের দেশে প্রায় যতজন মানুষ ততজনের  হাতেই একটা করে মোবাইল (Mobile)। কিন্তু এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে মোবাইল ফোনের সূত্র ধরেই নিজের অজান্তেই অনেকে নানা ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন। তাই ব্যবহারকারীরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন অনেক সময় এমন অনেক  অচেনা নম্বর থেকে ফোন আসে যারা নিজেদের সরকারি আধিকারিক বলে পরিচয় দিয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করতে চান।

অনেকে আবার মোবাইল নম্বর যাচাই বা সংযোগ বিচ্ছিন্ন করারও বার্তা দিয়ে থাকেন। আর পুরো কান্ডটাই তারা করে থাকে TRAI-এর নাম নিয়ে। তাই এপ্রসঙ্গে গ্রাহকদের সতর্ক করতে এবার নড়েচড়ে বসেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। গ্রাহকদের সতর্ক করতেইএবার TRAI-এর  তরফ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।

সেখানে TRAI-এর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি কোন গ্রাহকের কাছে কোন অচেনা নাম্বার থেকে এই ধরনের ফোন কল আসে তাহলে তারা যেন সরাসরি অভিযোগ দায়ের করেন। তাই গ্রাহকদের সতর্ক করতে টেলিকম মন্ত্রক প্রত্যেকের ব্যবহারকারীদের মোবাইলে একটি করে বার্তা পাঠিয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

ট্রাই,TRAI,টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া,Telecom Regulatory Authority Of India,সতর্কবার্তা,Warnings,মোবাইল ব্যবহারকারী,Mobile Users,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,প্রযুক্তি,Technology

এ প্রসঙ্গে ট্রাই-এর তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ‘ট্রাই কখনও কোনও মেসেজ পাঠায় না বা মোবাইল নম্বরগুলির বেআইনি কার্যকলাপের জন্য কোনও বার্তা পাঠায় না বা কোনও কল করে না। ট্রাইয়ের নামে এই ধরনের মেসেজ বা কল থেকে সকলে সাবধান থাকুন। ট্রাই কখনই ভেরিফিকেশন, ডিসকানেকশন বা রিপোর্টিং-এর জন্য ফোন করে না।’

আরও পড়ুন: নতুন ফিচার্স এনে iPhone-কেও টেক্কা দিচ্ছে Oppo! দাম শুনলেই চোখ কপালে উঠবে

ভুলেও করবেন না এই কাজ:

ট্রাই-এর তরফে জানানো হয়েছে এই ধরনের প্রতারকরা একাধিক নম্বরে ফোন করে, প্রথমেই সবার আধার কার্ড নম্বর হাতিয়ে নেয়। তারপর সিম কার্ড বের করে নেয়। এই সমস্ত প্রতারকরা বিভিন্ন ধরনের অবৈধ ক্রিয়াকলাপের সাথেও যুক্ত। এছাড়াও মানুষ ঠকানোর একাধিক ফন্দি আঁটে এরা।

ট্রাই,TRAI,টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া,Telecom Regulatory Authority Of India,সতর্কবার্তা,Warnings,মোবাইল ব্যবহারকারী,Mobile Users,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,প্রযুক্তি,Technology

অচেনা নম্বরের ফোন ভেবে রিসিভ করুন:

এই ধরনের প্রতারকরা মোবাইল নম্বরের কানেকশন বিচ্ছিন্ন না করার জন্য স্কাইপ ভিডিও কলে যোগ দেওয়ার জন্য ব্যবহারকারীদের প্রতারিত করার চেষ্টা করে। কিন্তু ট্রাই কোনও সংস্থাকে এই কাজ করার অনুমতি দেয়নি। তাই কোনো অচেনা নম্বর থেকে কল এলে তা রিসিভ করার আগে ১০ বার ভাবা উচিত।

তাই ট্রাই জানিয়েছে যদি কারও কাছে এই ধরনের ভুয়ো সরকারি আধিকারিকের ফোন আসে তাহলে তারা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে (www.cybercrime.gov.in) বিস্তারিত ঘটনার বিবরণ দিয়ে রিপোর্ট করতে পারেন। এছাড়া সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০ -এ ফোন করে-ও অভিযোগ জানানো যাবে।

Avatar

anita

X