নিউজশর্ট ডেস্কঃ ফের ভয়াবহ রেল দুর্ঘটনা (Train Accident)। চলতি বছরের গত জুন মাসে মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ভোররাতে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। চলছিল মৃত্যু মিছিল। সেই ঘটনার রেশ এক মাস গড়াতে না গড়াতেই ঘটে গেল আরও এক দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া-মুম্বই CSMT এক্সপ্রেস। হাওড়া থেকে মুম্বই যাচ্ছিল এই এক্সপ্রেস। সোমবার রাত ১০টা নাগাদ হাওড়া থেকে রওনা দেয় এই ট্রেন। এরপর ভোরের আলো ফোটার আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।
প্রাথমিক খবর অনুযায়ী, মালগাড়ির সঙ্গে সংঘর্ষে, মুম্বই মেলের ১৮টি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার ভোর ৩টে ৪৫ নাগাদ রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এখনও অবধি ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে রেল কর্তৃপক্ষ।
কিভাবে ঘটল দুর্ঘটনা?
সূত্র মারফত জানা গিয়েছে, 299/3 নম্বর পোলের কাছে আগেই একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল। এর অল্প সময়ের মধ্যেই মাঝামাঝি রেললাইন থেকে তীব্র গতিতে আসছিল হাওড়া মুম্বাই মেল। সেই সময় এসে মেল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত মালগাড়ির বগির সঙ্গে ধাক্কা খায়। এর ফলে ইঞ্জিন, এসি ও স্লিপার সহ মুম্বই মেলের প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগি একে অপরের উপর উঠে যায়।
ঘটনার খবর পেয়ে চক্রধরপুর ট্রেন কন্ট্রোল রুম থেকে হুটার বাজানো হয় এবং একটি দুর্ঘটনা মোকাবিলার রিলিফ ভ্যান ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আহতদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসার জন্য চক্রধরপুর রেলওয়ে হাসপাতালে পাঠানো হয়। রেলওয়ে ঘটনাস্থল থেকে যাত্রীদের একটি বাসে তুলে স্টেশনে পাঠানো হয়। চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের এডিআরএম বিনয় কুজুর, সিনিয়র ডিএসসি পি শঙ্কর কুট্টি, সিনিয়র ডিসিএম আদিত্য কুমার চৌধুরী, চক্রধরপুর মহকুমা জেলা পুলিশের এসডিপিও পারস রানা প্রমুখ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। আদ্রা খড়গপুর বান্দামুন্ডা থেকে ক্রেন অর্ডার করা হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে।
#WATCH | Jharkhand Train derail |Train Manager South Eastern Railway, Md. Rehan says, "Around 3.39 am, the train got derailed and many people got injured in the incident…The incident happened as a Goods Train had already derailed in the downline and Howrah-CSMT Express was… pic.twitter.com/Vz92dNoFxj
— ANI (@ANI) July 30, 2024
ইতিমধ্যেই হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। Helpline Number: টাটানগর: 06572290324 চক্রধরপুর: 06587 238072 রৌরকেলা: 06612501072, 06612500244 হাওড়া: 9433357920, 03276757920, 0327675724-2326724। HWH হেল্প ডেস্ক: 033-26382217, 9433357920 SHM হেল্প ডেস্ক: 6295531471, 7595074427 KGP হেল্প ডেস্ক: 03222-293764 CSMT হেল্পলাইন অটো নম্বর 55993 P&T-4202042020471 40 নাগপুর: 7757912790।