নদী, জঙ্গল, পাহাড় একইসাথে এক জায়গায়, পুজোয় বেড়িয়ে আসুন বাড়ির কাছের এই মনোরম লোকেশনে

নিউজশর্ট ডেস্কঃ দীর্ঘদিন একটানা বৃষ্টির ঘনঘটা কাটিয়ে এবার সেজে উঠেছে শরতের আকাশ। চারিদিকে কাশফুল আর নীল আকাশে মেঘের আনাগোনা দেখে বোঝা যাচ্ছে মা দুর্গা আসছেন। দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে বাঙালীদের মধ্যে। কেউ কেউ যেমন পূজোতে বাড়িতে থেকে উপভোগ করতে চান, ঠিক কেউ আবার বাইরে কোথাও ঘুরতে(Travel) গিয়ে পুজোর এই কটা দিন আনন্দ করে কাটাতে চান।

নিজের প্রিয়জন এবং পরিবারের সঙ্গে ছুটি কাটাতে জল, জঙ্গল এবং পাহাড়ে ঘেরা এক সুন্দর লোকেশনের সম্পর্কে এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। এই জায়গাটি আপনার বাড়ির একদম কাছে অবস্থিত। পুজোর ছুটিতে আপনি বাঁকুড়ার(Bankura) রানী মুকুটমণিপুর(Mukutmanipur) ঘুরে আসতে পারেন। এই কটা দিন শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এর থেকে সুন্দর জায়গা আর হবে না।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য মুকুটমণিপুর সাদরে আমন্ত্রণ জানাচ্ছে আপনাদেরকে। প্রত্যেক বছরেই পুজোর সময় এখানে ভিড় হয়। চারিদিকে চারিদিকে শাল, মহুয়া, আকাশমনির জঙ্গলে ঘেরা সবুজ বন। আর তার মাঝখান থেকেই নীল জল কংসাবতী নদী বয়ে গিয়েছে। এই নদীর সৌন্দর্য মুগ্ধ করেছে সকলকে। বাঁকুড়ার সৌন্দর্যের রানী এই মুকুটমণিপুর।

পুজোতে প্রচুর পর্যটক আসবেন বলে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রশাসনের তরফ থেকে। পর্যটন কেন্দ্রের সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপরতা দেখা গিয়েছে প্রশাসনের। খাতড়ার মহাকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সহ প্রশাসনিক আধিকারিকেরা ভালোভাবে পর্যটন কেন্দ্র ঘুরে দেখেছেন। পর্যটকদের নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেই বিষয় নিয়েও খতিয়ে দেখছেন তারা। তাই এখনই ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে থাকুন বাঁকুড়ার এই সুন্দর অপরূপ এলাকা পরিদর্শনের জন্য।

Avatar

Papiya Paul

X