Travel

Travel: বসন্তের মরশুমে ঘুরে আসুন এই অজানা জঙ্গলে, অপরূপ সৌন্দর্য দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

নিউজশর্ট ডেস্ক: এই বসন্তের মরশুমে শুধু পাহাড়ে নয়, জঙ্গলে ঘুরতে(Travel) গেলেও আপনার মন খুশিতে ভরে উঠবে। এই সময়টা পারিপার্শ্বিক পরিবেশ অন্যরকম ভাবে সেজে ওঠে। চারিদিকে ফুলে ভরা গাছ সঙ্গে বিভিন্ন পাখির ডাক।

বসন্তে জঙ্গলের পরিবেশ আরো বেশি মায়াবী হয়ে ওঠে। তাই হালকা শীতে এই জঙ্গলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। এমনিতেই পাহাড়ের বদলে জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকমই হয়। আপনিও যদি এই সময় দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে পাহাড়ের বদলে জঙ্গলে বেড়িয়ে আসতে পারেন।

এই সময় আপনি যেতে পারেন কাজিরাঙার জঙ্গলে। এখানে গেলে দেখা মিলবে এক শৃঙ্গ গন্ডারের। আপনি এখানে ঘুরতে আসতে চাইলে আগে থেকে অসমের মারফত সাফারি ফরেস্ট টুরিস্ট লজ বুক করতে পারেন। এখানে এই সময় গেলে আপনি দেখতে পারবেন চারিদিকে শাল, শিমুল, পলাশ গাছে ফুল ধরতে শুরু করেছে। বিভিন্ন পাখিরাও গাছের নিচে হাজির হয়েছে। এইসময় চারিদিকে প্রচুর বিভিন্ন রকমের পাখির দেখা মেলে।

Travel,Kaziranga National Park,Bangla Khobor

আরও পড়ুন: সপ্তাহে মাত্র একদিন খুলুন দোকান, এই ব্যবসা করে মাসে মাসে আয় লাখ টাকা

এখানে জঙ্গলের মাঝেই আছে বুড়াপাহাড় রেঞ্জ। এই লোকেশনে সাফারি করার সময় বিস্তীর্ণ তৃণভূমি দেখতে পাবেন যেখানে এক সিংহ গন্ডার ঘুরে বেড়াচ্ছে। দেখা মিলতে পারে মহিষ, মাছরাঙ্গা পেলিক্যান। এর মাঝেই রয়েছে জলাভূমি। এখানে প্রচুর হাতির দল ও ঘুরে বেড়ায়। বসন্তের এই সুন্দর পরিবেশে একবার ঘুরে আসতে পারেন এই কাজিরাঙ্গা জঙ্গল থেকে।

Papiya Paul

X