Travel

Travel: বাজেট লাগবে কম, ঘুরে আসুন কলকাতার কাছের এই ৩ পাহাড়ি জায়গা থেকে, সৌন্দর্যে মুগ্ধ হবেন

নিউজশর্ট ডেস্কঃ ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে ঘুরতে(Travel) যাওয়ার সময় পেলেই আর কোন কথা নেই। ব্যাগ-পত্তর গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়লেই হল। দু থেকে তিন দিনের সময় পেলে অনেকেই ধারে কাছে ঘুরতে যেতে পছন্দ করেন। কিন্তু এখন দীঘা-পুরী কিংবা দার্জিলিং এই তিন জায়গাতেই প্রচুর ভিড় থাকে। অনেকেরই এই ভিড় পছন্দ নয়। তাই ফাঁকা নিরিবিলি অফবিট লোকেশনের সন্ধান করেন বহু মানুষ।

আপনিও যদি এরকম কোন লোকেশনে ঘুরতে যেতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পুরোটা পড়ে ফেলুন। এখানে ৩টি অজানা লোকেশনের(Offbeat Location) সন্ধান নিয়ে চলে এসেছে আমরা। এখানে গেলে আপনারা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন।

১) অযোধ্যা পাহাড়: অযোধ্যা পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫৫ মিটার উঁচুতে অবস্থিত। এখানে সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ঘুরতে আসার সেরা সময়। এখানে এলে আপনি দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য, টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক, ডিমলা লেক সহ আরো অনেক জায়গায় ঘুরতে যেতে পারবেন। এই পাহাড়ি লোকেশনের সৌন্দর্য মন জয় করে নেবে আপনার। শুধু তাই নয়, এখানে রক ক্লাইম্বিং এবং ট্র্যাকিংয়ের মতো অ্যাডভেঞ্চার করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: Travel: ভুলে যাবেন দার্জিলিং! এই গ্রামে পাহাড় আর জঙ্গলের বন্ধুত্ব দেখলেই জুড়িয়ে যাবে প্রাণ

২) শিমুলতলা: এই জায়গার সম্পর্কে এখনো বহু মানুষ জানেন না। একান্তে নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এই জায়গায় একেবারেই পারফেক্ট। জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্য সারা বছরই পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে। এখানে ঘুরতে এলে আপনি উপত্যকা জলপ্রপাত এবং পাহাড় দেখার সুযোগ পাবেন। আপনি যদি একজন ভোজনরসিক মানুষ হন। তাহলে এখানে নানা রকমের খাবার খাওয়ার সুযোগ পাবেন। এখানে ছানা, নানা রকমের মিষ্টি পাওয়া যায়। যেগুলি আপনার মুখে লেগে থাকবে।

৩) নেতারহাট: কলকাতা থেকে এই জায়গার দূরত্ব প্রায় ৫৭৫ কিলোমিটার। এই জায়গাটি ছোটনাগপুরের রানী নামেও পরিচিত। এটি ঝাড়খণ্ডের লাহর জেলায় অবস্থিত একটি সুন্দর হিলস্টেশন। এখানে গ্রীষ্মের মৌসুমে সূর্যোদয় এবং সূর্যাস্তের সুন্দর দৃশ্য ভাষায় কল্পনা করা যাবে না। এখানে গেলে আপনি ম্যাগনোলিয়া পয়েন্ট, কোয়েল ভিউ পয়েন্ট, সাডনি ফলস, লোধ জলপ্রপাত ইত্যাদি জায়গা ঘুরে দেখতে পারেন। এখানেও রক ক্লাইম্বিংয়ের সুযোগ রয়েছে।

Papiya Paul

X