নিউজশর্ট ডেস্কঃ বৃষ্টি হোক কিংবা গরম বা কনকনে ঠান্ডা যে কোন ঋতুতেই ঘুরতে যেতে পছন্দ করেন ভ্রমণপিপাসু বাঙালিরা। হাতে একটু সময় পেলেই দীঘা(Digha), পুরী(Puri) কিংবা দার্জিলিং(Darjeeling)। যদিও এখন এইসব জায়গা ছাড়াও অজানা-অচেনা পরিবেশে যেতে চাইছেন মানুষ জন। তাই একঘেয়েমি জায়গার পরিবর্তে একটি নতুন অফবিট জায়গার(Offbeat Destination) সন্ধান নিয়ে চলে এসেছি আমরা।
সেখানে গেলে আপনার মন প্রাণ সব আনন্দে ভরে উঠবে। তবে এই জায়গাতেও যেতে গেলে আপনাকে দার্জিলিং এর ওপর থেকেই যেতে হবে। অর্থাৎ দার্জিলিং থেকে কয়েক ঘণ্টা দূরেই এই অচেনা জায়গার হদিশ। নিরিবিলি এই পরিবেশ একান্তে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট প্লেস। এই জায়গাটির নাম সিঙ্গামারি(Singamari)। দার্জিলিংয়ের ম্যাল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই রয়েছে এই সিঙ্গামারি।
এখান থেকে আপনি চাইলে রোপওয়ে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং মিউজিয়াম ঘুরতে যেতে পারবেন। আবার দার্জিলিং যেহেতু কাছেই আছে, তাই রাত্রিবেলা পাহাড়ের সৌন্দর্য চাইলে উপভোগ করে নিতে পারবেন। এখানে রাত্রিবেলায় সৌন্দর্য কক্ষনো ভোলার নয়। এখানের প্রতিটি কোন থেকেই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার ঝলক। চারিদিকে দাঁড়িয়ে রয়েছে পাহাড়। সামনেই রয়েছে পাহাড়ি ঝর্না।
কীভাবে যাবেন, কোথায় থাকবেন ?
আপনাকে প্রথমেদার্জিলিং যেতে হবে, সেখান থেকে মাত্র ১৫ টাকা খরচ করলেই চলে যেতে পারবেন সিঙ্গামারি। আর প্রাইভেট গাড়িতে গেলে ২৫০-৩০০ টাকা খরচ হয়। জনপ্রতি ১২০০ টাকা খরচে আপনি থাকা এবং খাওয়ার হোমস্টে পেয়ে যাবেন। তাহলে জলদি ব্যাগ গুছিয়ে ঘুরে আসুন।