Trick to Recharge Jio Airtel and get Rs 100 Cashback

Partha

দাম বাড়লেও চিন্তা নেই! ফাঁস হল সস্তায় Airtel, Jio রিচার করার গোপন ট্রিকস, না জানলে আপনারই লস

নিউজশর্ট ডেস্কঃ ৩রা জুলাই থেকে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে Airtel, Jio আর আজ অর্থাৎ ৪ঠা জুলাই থেকে ভোডাফোন আইডিয়া (VI)। নতুন দাম দেখেই ছেঁকা লেগেছে অনেকের পকেটে। কারণ আগে যেখানে মাসে ১৯৯ টাকার রিচার্জেই কাজ চলে যেত সেটা এখন বেড়ে হয়েছে ২৩৯ টাকা। তবে চিন্তা নেই, দাম বাড়লেও আপনি কিন্তু অনেক সস্তায় রিচার্জ (Mobile Reachge) করে নিতে পারবেন।

   

ভাবছেন সেও সম্ভব নাকি? আজ্ঞে হ্যাঁ মোবাইলের রিচার্জ সস্তায় করার নতুন ট্রিক্স ইতিমধ্যেই বাজারে চলে এসেছে। তবে সেটা সকলের জানা যেই। তাই আজকের প্রতিবেদনে কিভাবে Airtel ও Jio এর রিচার্জ সস্তায় করে নিতে পারবেন সেই সম্পর্কেই জানাবো। আপনিও যদি কম টাকায় রিচার্জ করতে চান তাহলে আজকের আর্টিকেলটি অবশ্যই পুরোটা পড়ুন।

একসময় রিচার্জ করার জন্য মোবাইলে দোকানে যেতে হলেও এখন সেসব অতীত! বাড়িতে বসে নিজের ফোন থেকেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে রিচার্জ করে নেওয়া যায়। আর এই অ্যাপেই অনেক সময় স্পেশাল অফার থাকে সস্তায় রিচার করিয়ে নেওয়ার। আজ এমনই দুটি অ্যাপি সম্পর্কে বলব, যেখান থেকে Airtel, Jio ও Vi এর রিচার্জ বাজারের থেকে সস্তায় করে নিতে পারবেন।

Mobile Recharge Trick to get Cashback

আরও পড়ুনঃ যেমন লুক্স তেমনি ফিচার্স, সাথে 5000mAh ব্যাটারি! মাত্র ৭০০০ টাকায় বাজার কাঁপানো ফোন আনল Redmi

Paytm এর দ্বারা : Paytm নামটা সকলের কাছেই অতিপরিচিত। কমবেশি অনেকেই পেটিএম ব্যবহারও করেন। সম্প্রতি Paytm এর লাকি উইনার অফার চালু হয়েছে, যেখানে ইউজারদের ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। যদিও এই অফার সবার জন্য নয়, কিছু বাছাই করা ইউজাররাই এই অফারের সুবিধা পাবেন। তবে যদি পেয়ে জানা তাহলে রিচার্জের সময় ১০০ টাকা বেঁচে যাবে।

Cred এর দ্বারা : Cred মূলত একটি বিল পেমেন্ট অ্যাপ। বলা ভালো ক্রেডিট কার্ড বিল পেমেন্টের জন্যই চালু হয়েছিল এটি। তবে বর্তমানে বিল দেওয়া ছাড়াও একাধিক কাজে ব্যবহার করা যায় Cred। এখানেও ‘Lucky Win Offer’ চালু রয়েছে। যার দৌলতে আপনি ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন রিচার্জের সময়। সুতরাং রিচার্জ করার থাকলে এই অ্যাপের মাধ্যমে করতে পারেন। যদি ক্যাশব্যাক পান তাহলেই ১০০ টাকা সস্তা হয়ে যাবে।