কপাল পুড়েছে ‘অনুরাগের ছোঁয়া’র, ছক্কা মেরেছে শিমুল! বেঙ্গল টপার কে? চমকে দেবে TRP রেজাল্ট

নিউজশর্ট ডেস্কঃ আর একঘেয়েমি নয়, এবার পাল্টা জবাব দিয়েছেন দর্শকেরা। টিআরপি(TRP) তালিকায়(List) বড়োসড়ো পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলার সেরা ধারাবাহিকের জায়গা ধরে রেখেছিল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’, এবার সেই জায়গা হারিয়ে ফেলেছে এই সিরিয়াল। এখন দর্শকেরা মুগ্ধ হয়ে গেছে জগদ্ধাত্রীর উপর। তাই এই সপ্তাহে বাংলার টপার ‘জগদ্ধাত্রী’

আর দ্বিতীয় স্থানে এগিয়ে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘ফুলকি’, তাহলে কোথায় গেল সূর্য-দীপার একঘেয়ে সিরিয়াল? ফুলকির সাথেই যৌথভাবে দ্বিতীয় স্থান পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, তিন নম্বরে জায়গা করেছে শ্রুতি দাসের ‘রাঙা বউ’, প্রাপ্ত নম্বর ৮.০,  ৭.৫ রেটিং নিয়ে চার নম্বরে আছে পর্ণার ‘নিম ফুলের মধু’ । আবার পাঁচ নম্বরে উঠে এসেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’।

চলুন তাহলে দেখে নেওয়া যাক, এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা দশে কারা কারা জায়গা করেছে?

প্রথম- জগদ্ধাত্রী (৮.৫)

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া / ফুলকি (৮.৪)

তৃতীয়- রাঙা বউ (৮.০)

চতুর্থ- নিম ফুলের মধু (৭.৫)

পঞ্চম- সন্ধ্যাতারা (৬.৪)

ষষ্ঠ- কার কাছে কই মনের কথা/ বাংলা মিডিয়াম (৬.৩)

সপ্তম- খেলনা বাড়ি (৬.০)

অষ্টম- হরগৌরী পাইস হোটেল (৫.৮)

নবম- তুঁতে/ পঞ্চমী (৫.৭)

দশম- ইচ্ছে পুতুল (৫.৪)

যেই ধারাবাহিক নিয়ে এখন চারিদিকে চর্চা সেই ‘কার কাছে কই মনের কথা’ এখন ৬ নম্বরে উঠে এসেছে। আর সবথেকে বড় চমক হল প্রথমার সেরা দশে এন্ট্রি করতে পেরেছে জি বাংলার ইচ্ছে পুতুল এবং স্টার জলসার তুঁতে।

 

Avatar

Papiya Paul

X