Bengali Serial

anita

Bengali Serial: পর্দার প্রেম গড়াল বাস্তবে! সৃজলাকে ভুলে অঙ্গনার প্রেমে মশগুল রোহান! মুখ খুললেন নায়িকা

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হলেন রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharya)। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘তুমি আশেপাশে থাকলে’তে (Tumi Ashe Pashe Thakle)। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy)। এই অনস্ক্রিন নায়িকার সাথেই এবার দ্বিতীয় বসন্ত শুরু করেছেন রোহন।

   

এই ভরা প্রেমের মাসে মাথাচারা দিচ্ছে এমনই এক জল্পনা। বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় জুটির প্রেমের গুঞ্জন ইতিমধ্যেই শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে ইদানিং এই অনস্ক্রিন  জুটি সিরিয়ালের ফ্লোরে ছাড়াও একে অপরের সাথে মাঝে মধ্যেই সময় কাটাচ্ছেন। তাই মাঝে মধ্যেই তাদের হ্যাংআউট করতেও দেখা যাচ্ছে।

সম্প্রতি রোহনের সাথে প্রেমের জল্পনা প্রসঙ্গে প্রথমবার মুখ খুলেছিলেন অঙ্গনা। সম্প্রতি এ-প্রসঙ্গে ওটিটি প্লে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোহনের সঙ্গে অনেকটা সময় কাটানোর  কথা স্বীকার করে নিয়েই অভিনেত্রী বলেছেন, ‘ও আশেপাশে থাকলে আমি খুব সুরক্ষিত থাকি। আমরা খুব কম্ফোর্টেবল পরস্পরের সঙ্গে। সবচেয়ে জরুরি হল আমরা খুব ভালো বন্ধু’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,তুমি আসে পাশে থাকলে,Tumi Ashe Pashe Thakle,রোহন ভট্টাচার্য,অঙ্গনা রায়,Angana Roy,প্রেম,Date,প্রতিক্রিয়া,Reaction,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ,Rohaan Bhattacharya

রোহনের সাথে প্রথম আলাপ প্রসঙ্গে নায়িকা এদিন জানিয়েছেন , ২০২২ সালের দুর্গাপুজোর আগে এক মিউজিক ভিডিয়োর শ্যুটিং করতে গিয়েই প্রথম পরিচয় হয়েছিল তাঁদের। তবে সেই পরিচয় এক ধাপ এগিয়ে বন্ধুত্বে পরিণত হয় স্টার জলসার এই সিরিয়ালের সেটে এসে। দর্শকরা জানেন ‘তুমি আশেপাশে থাকলে’-সিরিয়ালে অঙ্গনে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন।

আরও পড়ুন: হিংসায় জ্বলবেন যে কেউ! কম পুঁজির এই ব্যবসাতে ঘরে বসেই হবেন লাখপতি

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,তুমি আসে পাশে থাকলে,Tumi Ashe Pashe Thakle,রোহন ভট্টাচার্য,অঙ্গনা রায়,Angana Roy,প্রেম,Date,প্রতিক্রিয়া,Reaction,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ,Rohaan Bhattacharya

যদিও প্রেম সম্পর্কে পর্দার দেব অর্থাৎ রোহন আগেই জানিয়েছেন, ‘প্রেম আর ভালোবাসা আলাদা। প্রথম দেখাতে কাউকে ভালো লাগলে সেটা প্রেম। তারপর আসে ভালোবাসা। ভালোবাসার জন্য শুধু লুক দিয়ে কিছু হয় না’। প্রসঙ্গত অঙ্গনার আগে অভিনেত্রী সৃজলা গুহর সাথে ৫ বছরের প্রেম ছিল রোহনের। যদিও ২০২২ সালের মে মাসের শুরুতেই বিচ্ছেদের কথা জানিয়ে সেই সম্পর্কে ইতি টেনে ছিলেন দুজনেই।