Anumegha Kahali wins Olympiad in School

অভিনয়ের মত পড়াশোনাতেও দুর্দান্ত! অল্প বয়সেই সায়েন্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতল ‘মিষ্টি’

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়ালের জগতে যে এওসমত শিশুশিল্পী রয়েছে তাদের মধ্যে অনুমেঘা কাহালী (Anumegha Kahali) বেশ জনপ্রিয়। মিঠাই (Mithai) সিরিয়ালের ‘মিষ্টি’ হিসাবে দর্শকদের মন জায়গা করে নিয়েছিল অনুমেঘা। এরপর ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel) ধারাবাহিক থেকে মিঠুন চক্রবর্তীর সাথে ‘কাবুলিওয়ালা’ সিনেমাতেও দেখা গিয়েছে তাকে।

অনুমেঘা কাহালীর দারুন সাফল্য

যেমনটা অনেকেই জানেন ‘মিঠাই’ সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ে সকলের মন কেড়ে নেওয়ার পর মিঠুনের সাথে ‘কাবুলিওয়ালা’ ছবিতেও অসম্ভব ভালো অভিনয় করেছে সে। এমনকি এই ছবির জন্য ইতিমধ্যেই একাধিক পুরস্কারও পেয়ে গিয়েছে অনুমেঘা। যেটা এই বয়সে খুব কম ছেলে মেয়েরাই পেয়ে থাকে।

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নং ১’ এ হাজির হয়েছিল অনুমেঘা। এদিন মা ঋতুপর্ণা কাহালীর সাথেই দেখা গিয়েছে তাকে। এই পর্বে খেলার পাশাপাশি রচনার সাথে আড্ডা দেওয়ার সময় অনুমেঘার সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। এই যেমন অভিনয়ের মত পড়াশোনাতেও খুবই ভালো।

বর্তমানে অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস থ্রি এর ছাত্রী অনুমেঘা। জানলে অবাক হবেন, শুটিংয়ের জন্য কয়েক মাস স্কুলে যেতে না পারলেও এই টুকু বয়সেই সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল সে। সেখানেই সোনার মেডেল জিতেছে সে। তাই অনুমেঘাকে নিয়ে গর্বিত তার পরিবার।

কিছুদিন হল তার স্বর্ণপদক ও সায়েন্স অলিম্পিয়াডের সার্টিফিকেট এসে পৌঁছেছে। সেখান থেকেই জানা যাচ্ছে, অলিম্পিয়াডে অনুমেঘার ইন্টারন্যাশনাল র‍্যাঙ্ক ৮৮, রিজিওনাল র‍্যাঙ্ক ৭৪, জোনাল র‍্যাঙ্ক ৫২, স্কুলের র‍্যাঙ্ক ৪। তবে প্রতিভার এখানেই শেষ নয়, পড়াশোনা ও অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী সে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে তাঁর অনুগামীর সংখ্যাও অনেকটাই বেড়েছে। সেখানে সকলের জন্য মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X