Twin Tower Will be Build in Howrah as replacement of Mangala Hut

মঙ্গলা হাটের পুনর্বাসন নিয়ে বড় ঘোষণা! হাওড়ায় টুইন টাওয়ার মার্কেট বানাবে পশ্চিমবঙ্গ সরকার

পার্থ মান্নাঃ পশ্চিমবঙ্গের প্রাচীনতম পোশাক বাজারগুলোর মধ্যে অন্যতম। রাজ্যের বহু মানুষ এমনকি অন্যান্য রাজ্য থেকেও অনেকেই এখানে খুচরো পোশাক কিনতে আসেন। আজ থেকে প্রায় ৫০ বছর আগে ১৯৩৯ সালে পুলিনচন্দ্র দাঁ এর থেকে এই জমিটি লিজ হিসাবে নেওয়া হয়েছিল। এরপর প্রতি সপ্তাহের মঙ্গলবার হাত বসা চালু হয়। সেখানেই ছিল বেচাকেনা। তবে গতবছর জুলাই মাসের অগ্নিকাণ্ডের পর এই বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই এবার পুনর্বাসন হিসাবে নতুন করে টুইন টাওয়ার গড়ে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার।

মঙ্গলা হাটের অগ্নিকান্ড

২১ শে জুলাই ২০২৩, আগুন লাগে হাওড়ার বিখ্যাত কাপড়ের বাজার মঙ্গলা হাটে। আগুনের জেরে প্রায় ২৫০০ এরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ২১শে জুলাইয়ের মঞ্চ ছেড়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তখনই হাটের দোকানদারদের আশ্বাস দেওয়া হয়েছিল যে সকল ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন দেওয়া হবে।

এবার সেই কথা রাখতে চলেছে সরকার। জানা যাচ্ছে, মঙ্গলা হাটের কাছেই কার্তিক দত্ত রোডের একটি ফাঁকা জমিতে পুনর্বাসন দেওয়া হবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। তবে শুধুমাত্র দোকান নয়, বরং ঝা চকচকে টুইন টাওয়ার তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা।

হাওড়ায় টুইন টাওয়ার মার্কেট

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়ার মঙ্গলা হাটের নিকটে কার্তিক দত্ত রোডের ধারে প্রায় ৮ বিঘা জমির উপর পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেখানেই দুটি ১২ তলা বিল্ডিং তৈরী করা হবে সেখানেই বসবে মার্কেট। এই সম্পূর্ণ প্রজেক্টের খরচ বহনকরা হবে রাজ্য সরকারের তরফ থেকে। তৈরী হয়ে যাওয়র পর এই দুই বিল্ডিংয়ের মধ্যেই স্টল তৈরী করে ব্যবসায়ীদের দেওয়া হবে।

নতুন মার্কেটে অত্যাধুনিক মানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হবে। সেই সাথে ২৪ ঘন্টা পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ফ্লোরে শৌচাগার রাখা হবে। কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) এই টুইন টাওয়ার মার্কেট তৈরির কাজ করবে বলে জানা যাচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X