Twitter

Moumita

সেলিব্রিটি হয়েও সরে গেল ব্লু টিক, টুইটারে বিশেষ তকমা হারালেন শাহরুখ, অমিতাভ, বিরাট!

গত বৃহস্পতিবার ঘটে গেল এক বড় ধামাকা। বলিউড (Bollywood) থেকে শুরু করে হলিউড, রাজনীতিবিদ এবং সমাজের বহু গণ্যমান্য ব্যক্তিত্বই হারালেন ‘বিশেষ’ তকমা। মনে প্রশ্ন আসছে, কী রকমের বিশেষ? তাহলে জানিয়ে দিই, ইলন মাস্কের টুইটার থেকে সরিয়ে দেওয়া হল বিশেষ হওয়ার পরিচিতি। বিস্তারিত জানতে পড়ে নিন প্রতিবেদনটি।

   

গত বৃহস্পতিবার টুইটার (Twitter) থেকে সরানো হল বহু তাবড় তাবড় তারকার নামের পাশের ‘ব্লু টিক’ (Blue Tick) চিহ্ন। এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান (Shahrukh Khan), বিরাট কোহলি (Virat Kohli), জাস্টিন বিবার (Justin Bieber) এবং রাহুল গান্ধীর মতো ব্যক্তিক্তরাও। এবং তারপর থেকেই হুলুস্থুল পড়ে গেছে চারিদিকে।

একথা বোধহয় আগেই শুনেছিলেন যে, এবার থেকে কেবল তারাই ‘ব্লু টিক’ পরিষেবা পাবেন যারা এটির জন্য টাকা দেবেন। এর আগে প্রায় তিন লক্ষ টুইটার ব‌্যবহারকারীর নামের পাশে ব্লু টিক বসত। এই তালিকায় ছিলেন, অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ থেকে সাংবাদিক। এখন সেই সংখ্যা প্রায় অর্ধেক।

গতকাল বিকেলের পর আচমকাই শাহরুখের পাশাপাশি টুইটারে ‘ব্লু টিক’ হারিয়েছেন, ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ানের মতো তারকারাও। এমনকি এই বিশেষ হওয়ার তকমা হারিয়েছেন বিল গেটস থেকে শুরু করে পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিত্বরাও।

মাইক্রোব্লিগং সাইটের তরফে জানানো হয়েছে, এবার থেকে যারা টাকা দেবে কেবল মাত্র তারাই পাবে এই বিশেষ সুবিধা। সূত্রের খবর, এখন থেকে ব্লু টিকের জন্য প্রয়োজন হবে মাসিক ৬৫৭ টাকা। এমনকি যদি কোনো সংস্থা তাদের নামের পাশে ব্লু টিক রাখতে চায়, সেক্ষেত্রে তাকে দিতে হবে প্রায় ৮২ হাজার টাকা। পাশাপাশি তারা এটাও জানিয়েছে, যারা ইতিমধ্যেই টাকা পে করে রেখেছে কেবল তাদের নামের পাশেই রয়েছে এই ব্লু টিক।