Arijit

রবি-রাজের দাপট! ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত

শনিবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতীয় অনূর্ধ্ব 19 দল। এই ম্যাচে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ঘরে তুলল ভারতীয় দল। আর এই নিয়ে পাঁচবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে বিশ্ব রেকর্ড করলো ভারতীয় ক্রিকেট দল।

   

এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা হয়তো কখনো ভাবতেও পারেনি তাদের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত এভাবে ভুল প্রমাণিত করবেন ভারতীয় বোলাররা। শুরু থেকে আগুন ঝরাতে শুরু করেন ভারতের বোলাররা। শুরুতেই পরপর দুটি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয় বাংলার রবি কুমার। আর তারপর বল হাতে জ্বলে ওঠেন রাজ বাওয়া।

রবি কুমারের চার উইকেট ও রাজ বাওয়ার পাঁচ উইকেটের দৌলতে 189 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ভারতের। তবে চাপের মুখেও ঠান্ডা মাথায় ব্যাটিং করে কিভাবে ম্যাচ ছিনিয়ে নিতে হয় সেটা ফের একবার প্রমান করলেন ভারতীয় ব্যাটাররা। 48 ওভারে 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত এবং বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারতীয় অনূর্ধ্ব 19 দল। এবারের বিশ্বকাপে অপরাজিত থেকেই বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত।
আর এই নিয়ে পঞ্চম বার অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতল ভারতীয় দল।