Papiya Paul

নায়ক হিসাবে সুপার ফ্লপ, বলিউডে কাজ না করেও এই ব্যবসাতেই কোটি কোটি টাকা কামাচ্ছেন উদয় চোপড়া

বলিউডের বিরাট ধনী পরিবারে জন্ম নিয়েও নিজের জীবনে সেরকম ভাবে কিছুই করতে পারেননি বিখ্যাত প্রযোজক যশ চোপড়ার ছেলে উদয় চোপড়া। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে তিনি বলিউডে পাড়ি দিয়েছিলেন। বাবা ও দাদার মতো ব্যবসার দিকে তার অতটা ঝোঁক ছিল না। কিন্তু অভিনয় করে নাম করতে পারেননি তিনি। ‘মেরি ইয়ার কি শাদি হ্যায়’, ‘নীল অ্যান্ড নিকি’, ‘প্যায়ার ইমপসিবল’— এই ছবিগুলোতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন উদয় চোপড়া। যশরাজ ফিল্মসের প্রযোজনায় এসব কটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

   

যদিও ২০০০ সালে ‘মহাব্বাতে’ সিনেমায় তার অভিনয় দর্শকদের ভালো লেগেছিল। এছাড়া ‘ধুম’-এ পার্শ্ব নায়কের চরিত্রে তার অভিনয় পছন্দ করেন দর্শকেরা। তবে বার বার চেষ্টা করেও নায়ক হিসেবে প্রতিষ্ঠা করতে পারেননি নিজেকে। এখন আর তাকে কোনো ছবিতে দেখা যায়না। তবে তার উপার্জনে কিন্তু ভাঁটা পড়েনি। ব্যবসায়িক পরিবারের ছেলে হওয়াতে ব্যবসা করেই টাকা উপার্জন করছেন অভিনেতা। যদিও মাঝখানে আত্মহত্যার খবর রটেছিল। মানসিক অবসাদে দীর্ঘদিন ভুগেছিলেন তিনি।

একদিকে সিনেমায় বারবার ব্যর্থতা, অন্যদিকে তার প্রেমিকা নার্গিস ফকরির সঙ্গে বিচ্ছেদে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন তিনি। ২০১৯ সালে একদিন টুইট করে তিনি লেখেন, “কিছুক্ষণের জন্য টুইটার বন্ধ করে রেখেছিলাম। এটা অনেকটা আত্মহত্যার মতনই। এটা আত্মহত্যা করার একটা ভালো অপশন হতে পারে। হয়তো এটা পুরোপুরিভাবে করে দিতে পারি।” এমনকি তিনি যে ভালো নেই, সেকথাও প্রকাশ্যে জানিয়েছিলেন। যদিও পরে এই পুরো ঘটনাটাই মজার ছলে করেছেন বলে জানিয়েছেন তিনি।

তবে উদয়ের আয় শুনলে অবাক হয়ে যেতে পারেন আপনিও। জানা গিয়েছে, এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ ৫০ লক্ষ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ কোটি টাকা। ‘যশরাজ ফিল্মস এন্টারটেনমেন্ট’- এর দেখাশোনা করেন উদয় চোপড়া। এর সাথেই তার নিজস্ব ‘ইয়োমিক্স’ নামে একটি সংস্থাও রয়েছে। এই সংস্থা যশরাজ ফিল্মসের বিভিন্ন বিখ্যাত ছবির কমিকস তৈরি করে। এর মাধ্যমে ভালোই ইনকাম করেন অভিনেতা। নায়ক হিসাবে ডাহা ফেল করলেও ব্যবসায়ী হিসাবে ভালো মার্কস পেয়েছেন উদয় চোপড়া।