UIDAI Recruitment Notification 2024

সোজা ইন্টারভিউ দিয়েই ৫৬,০০০ মাইনের চাকরি! কিভাবে করবেন আবেদন? দেখে নিন পদ্ধতি

পার্থ মান্নাঃ বর্তমানে সময়ে দাঁড়িয়ে বহু শিক্ষিত যুবক যুবতী রয়েছে যারা একটা ভালো কাজের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তবে সেভাবে ভালো কাজের খোঁজ মিলছে না। তবে চিন্তা নেই আজ আপনাদেরজন্য একটি দুর্দান্ত কাজের সুযোগের খোঁজ নিয়ে হাজির হয়েছি। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আধার কার্ড প্রস্তুতকারক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফ থেকে। যেখানে সোজা ইন্টারভিউ দিয়েই চাকরি পাওয়া যেতে পারে। কিভাবে আবেদন করতে হবে? যোগ্যতা কি লাগবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

UIDAI এর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

ভারতের আধার প্রস্তুতকারক সংস্থা UIDAI এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে জানা যাচ্ছে দুটি শূন্যপদের  জন্য লোক নেওয়া হবে। আর নিয়োগ হলে নূন্যতম ৫৬,১০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২,০৮,৭০০ টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

শূন্যপদ ও পদের বিবরণ

মোট দুটি শূন্যপদ রয়েছে যার একটি হল ডেপুটি ডাইরেক্টর ও আরেকটি হল সিনিয়ার অ্যাকাউন্টস অফিসার

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

যেমনটা জানা যাচ্ছে এই পদগুলিতে আবেদনের জন্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে CA / Cost Account stat / MBA / Accounts Cedar SAS এর মত পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোতে পারদর্শী হতে হবে। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বা বয়স ১৮ বছর থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের পদ্ধতি

যারা এই পদের জন্য আবেদন করতে চান তাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট (www.uidai.gov.in) এ গিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এরপর এটাকে সঠিক তথ্যদিয়ে ফিলআপ করে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। আবেদনের জন্য শেষ তারিখ ২৪ শে ডিসেম্বর ২০২৪।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • বয়সের প্রমাণপত্র
  • মাধ্যমিকের শংসাপত্র
  • ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড
  • শিক্ষাগত  যোগ্যতার প্রমাণপত্র
  • কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট
  • দুটি কালার পাসপোর্ট সাইজ ছবি
Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X