সাধারণ মানুষকে মনোরঞ্জন দিতে স্টার জলসা (Star Jalsa) এবং জি বাংলার (Zee Bangla) জুড়ি মেলা ভার। আর এই দুই চ্যানেলেই সিরিয়াল প্রেমীদের জন্য পথচলা শুরু হয় বহু ধারাবাহিকের। কিছু কিছু ধারাবাহিক দীর্ঘদিন চলে তো কোনটা আবার হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তবে এমন বেশ কিছু সিরিয়াল রয়েছে যা খুব সহজেই ছাপ ফেলে দর্শক মনে। আর সেই তালিকাতেই রয়েছে তিথি বসু (Tithi Basu), মহুয়া হালদার(Mahua Halder) অভিনীত ‘মা’ ধারাবাহিক।
২০০৯ সালে স্টার জলসায় পথ চলা শুরু হয়েছিল ‘মা’ ধারাবাহিকের। এই ধারাবাহিকের গল্প মনে ধরেছিল দর্শকদের। ফুটে উঠেছিল মা ও মেয়ের সম্পর্ক। মায়ের চরিত্রে দেখা গিয়েছিল মহুয়া হালদারকে। অন্যদিকে ছোট্ট ঝিলিকের চরিত্রে ধরা দিয়েছিলেন তিথি বসু। আর বড় ঝিলিকের চরিত্রে দেখা গিয়েছিল শ্রীতমা ভট্টাচার্যকে। তবে এই ধারাবাহিকের আরো একটি চরিত্র মনে জায়গা করে নিয়েছিল সিরিয়াল প্রেমীদের। আর তিনি হলেন পর্দার ফুলকি ওরফে অস্মিতা চক্রবর্তী।
টিআরপি তালিকায় নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছিল ‘মা’ ধারাবাহিক। এই সিরিয়ালে অভিনয় করেই সিরিয়াল জগতে শ্রেষ্ঠ খলনায়িকার তকমা পেয়েছিলেন অস্মিতা। আজও তাঁকে মনে রেখেছেন বহু দর্শক। তবে জনপ্রিয় এই মেগা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আর সেভাবে দেখাই যায়নি ফুলকিকে। আর তাতেই মন ভারাক্রান্ত অভিনেত্রীর ভক্তদের।
একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে এ বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, লকডাউনের পর থেকেই সেভাবে আর কাজ পাননি পর্দার ফুলকি। যদিও দর্শকরা এখনও আশা করছেন আবারও হয়তো নতুন কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। তবে সে আশা আপাতত আশাই রয়ে গেছে।
যদিও এত কিছুর পরেও মনের জোর কিন্তু ভেঙ্গে যায়নি অভিনেত্রীর। তাঁর বিশ্বাস, এক না একদিন ঠিক কাজ পাবেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমি জীবনে কখনই সহজে কিছুই পায়নি। যেটুকু পেয়েছি তার জন্য বহু স্ট্রাগল করতে হয়েছে। বর্তমানেও ঘটেছে এমনই ঘটনা। তবে আমি আশা করছি ঠিক একদিন আমার প্রতিভার গুরুত্ব দেবেন কেউ না কেউ’।