Underwater Metro Theme Kapuluja in Jalpaiguri

এবার উত্তরবঙ্গেও আন্ডারওয়াটার মেট্রো! জোর কদমে কাজ চলছে জলপাইগুড়িতে

পার্থ মান্নাঃ কলকাতার আন্ডার ওয়াটার মেট্রো প্রকল্প গোটা দেশে তো বটেই বিদেশেও ব্যাপক প্রশংসিত হয়েছে। গঙ্গার নিচে দিয়ে মেট্রো চালু হতে একদিকে যেমন যাত্রীদের সুবিধা হয়েছে তেমনি নতুন পর্যটন আকর্ষণও হয়েছে। আর এবার জানা যাচ্ছে উত্তরবঙ্গেও চালু করা হবে আন্ডার ওয়াটার মেট্রো। হ্যাঁ একদম ঠিকই দেখছেনম পাহাড়ের রাজ্যেও মেট্রো চলবে জলের তলায়। তবে এই খবরে একটু হলেও টুইস্ট আছে! সেটা জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

কলকাতার পর উত্তরবঙ্গে আন্ডারওয়াটার মেট্রো!

শুরুতেই বলে রাখি উত্তরবঙ্গের আন্ডারওয়াটার মেট্রো তৈরী হচ্ছে ঠিকই। তবে সেখানে কিন্তু কোনো মেট্রো বা ট্রেনে চাপা যাবে না। কেন? কারণ যে মেট্রো তৈরী হচ্ছে সেটা আলে একটা কালীপুজোর প্যান্ডেলের থিম। এবছর দুর্গাপুজোয় যেমন গঙ্গার নিচে মেট্রোর থিম তৈরী করা হয়েছিল তেমনই জলপাইগুড়ির একটি পুজো কমিটি এবারের থিম করেছে আন্ডার ওয়াটার মেট্রো।

জলপাইগুড়ির কালীপুজোর থিমে গঙ্গার নিচে মেট্রো

জলপাইগুড়ি জেলার মঙ্গাগুড়ির জাগরণী ক্লাবের তরফ থেকেই গঙ্গার নিচের আন্ডার ওয়াটার মেট্রো থিম বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে মণ্ডপের ভেতরে গেলে ঠিক যেমনটা গঙ্গার নিচে মেট্রোতে চাপলে মনে হয় তেমনটাই ফিল আসবে। প্লাটফর্ম থেকে শুরু করে এসকেলেটর, রুট চার্ট ও বসার সিট সবই বানানো হবে।

এখানেই শেষ নয়, মেট্রোতে যেমন বাতানুকূল পরিবেশ থাকে তেমনই পরিবেশ রাখা হবে। এর জন্য ২৮টি এসি ব্যবহার করা হবে। আর প্লাটফর্ম থেকে ট্রেনে চেপে দেখা যাবে ঠাকুর। জলে ভাসমান অবস্থায় থাকবে প্রতিমা। বর্তমানে এই প্যান্ডেল তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। দর্শনার্থীদের জন্য মন্ডপের দরজা খুলে গেলেই ছবি থেকে ভিডিও দেখা যাবে। বলার অপেক্ষা রাখে না সোশ্যাল মিডিয়াতে সে সব শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়বে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X