নিউজশর্ট ডেস্কঃ বিনিয়োগের(Investment) ক্ষেত্রে সাধারণ মানুষ সবথেকে বেশি নির্ভরশীল ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের ওপর। আর বিনিয়োগে মোটা টাকা রিটার্নের জন্য মানুষের অন্যতম পছন্দ ফিক্সড ডিপোজিট। কারণ এই ফিক্সড ডিপোজিটে(Fixed Deposit) একবার এককালীন অর্থ রাখলে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়।
ব্যাঙ্ক এবং পোস্ট অফিস উভয় ক্ষেত্রেই ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ করা যায়। পোস্ট অফিস এবং ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের হার আলাদা আলাদা হয়। আবার প্রত্যেকটি ব্যাঙ্কে সুদের হার আলাদা হয় ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(Union Bank Of India) তরফ থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে। নতুন বছরে অন্যান্য ব্যাঙ্কের মতো ইউনিয়ন ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। এক্ষেত্রে কত শতাংশ বৃদ্ধি হয়েছে এবং প্রবীন নাগরিক ও সাধারণ মানুষ কত শতাংশ সুদের হার পাবেন সমস্ত কিছু জানতে প্রতিবেদনটি অবশ্যই পুরোটা পড়ে ফেলুন।
সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার:
নতুন সুদের হার গত ১৯শে জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে। এই ব্যাঙ্কে ৭-৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩.৫% সুদ দেওয়া হবে। আর ৩-৫ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৬.৫% সুদ দেওয়া হবে। মনে রাখবেন এই সুদের হার ২ কোটি টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে।
আরও পড়ুন: RBI: রং লেগে গেছে টাকায়! কেউ নিচ্ছে না এই টাকা! জানুন RBI কি নির্দেশ দিয়েছে?
প্রবীণ নাগরিকদের সুদের হার:
এই ব্যাঙ্কের তরফ থেকে ৬০ বছরের বেশি গ্রাহকদের জন্য ৩৯৯ দিনে মেয়াদের ক্ষেত্রে ৭.৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আর ৮০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ০.৭৫ শতাংশ বেশি হারে সুদ দেওয়া হচ্ছে। অর্থাৎ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুপার সিনিয়ার সিটিজেনদের জন্য ৩৯৯ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৮ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
মনে রাখবেন, এখানে সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যায়। নূন্যতম ৬ মাসের জন্য এখানে বিনিয়োগ করতে হবে। আর যে কোন ভারতীয় নাগরিক এই ব্যাঙ্কে অর্থ বিনিয়োগ করতে পারবেন।