নিউজশর্ট ডেস্কঃ বর্তমানের যুগে চাকরির বড়ই আকাল। সরকারি চাকরি হোক কিংবা বেসরকারি, সব ক্ষেত্রেই সংখ্যাটি বড় সীমিত। দিনের পর দিন বেড়ে চলছে শিক্ষিত বেকারের সংখ্যা। তাই অনেকেই নিজের পায়ে দাঁড়াতে করতে চাইছেন ব্যবসা(Business)। কিন্তু এই ব্যবসা করতে গেলে প্রয়োজন হয় প্রচুর টাকা ও অভিজ্ঞতার এমন ধারণা থেকেই অনেকে পিছিয়ে আসেন এর থেকে। কিন্তু জানলে অবাক হবেন এমন কিছু ব্যবসা আছে যেগুলোতে নাম মাত্র বিনিয়োগেই মোটা টাকা কামাতে পারবেন আপনি। আসুন আজকে আমরা আপনাদের সন্ধান দেব এমনই এক ব্যবসার(Business Idea) যা করে সহজেই বড়লোক হতে পারেন আপনি।
এটি এমন একটি ব্যবসার যার চাহিদা কম-বেশি সারা বছর থাকে। বিশেষত বিয়ের মরশুমে এর চাহিদা হয় আকাশছোঁয়া। শুধুমাত্র নিজের মেধার জোরেই আপনি দাঁড় করাতে পারেন এই ব্যবসা। এই ব্যবসার জন্য আপনার কোনও দোকানের প্রয়োজন পড়বে না। নিজের বাড়িতে বসেই এই ব্যবসা করতে পারবেন আপনি। চাইলে চাকরি বা অন্যান্য কাজের সাথেও আপনি চালাতে পারবেন এই ব্যবসা। এতক্ষণ ধরে প্রতিবেদনটি পড়ে ভাবছেন, এত সুবিধাযুক্ত ব্যবসা সত্যি কি বাস্তবে সম্ভব। হ্যাঁ সম্ভব, আর এই ব্যবসাটি হল কার্ড প্রিন্টিংয়ের ব্যবসা।
সম্প্রতি এই কার্ড প্রিন্টিংয়ের ব্যাবসাটি ফের একবার মার্কেট ট্রেন্ডে। এই মুহূর্তে এতে রয়েছে একাধিক সুযোগ-সুবিধা। বিয়ে বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি, জন্মদিন থেকে অন্নপ্রাশন সব সামজিক অনুষ্ঠানেই প্রয়োজন পড়ে এই কার্ডের। এছাড়াও শিক্ষক দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস তথা ভ্যালেন্টাইন্স ডে তেও এই কার্ডের চাহিদা থাকে আকাশছোঁয়া। বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ মানুষকে ভালোবাসা জানানোর জন্য আজকালকার তরুণ প্রজন্মরা এই কার্ডকে বেছে নেয়। আর বিশেষ বিশেষ দিনের এই বিশেষ কার্ডে আপনি যদি দেখতে পারেন সৃজশীলতা, তাহলেই হবে বাজিমাত।
আপনার কাস্টমারের অভাব হবে না কোনদিন। মনে রাখবেন কার্ড প্রিন্টিং যে কেউ করতে পারে কিন্তু ভালো ডিজাইন অল্প মানুষই পারে। তাই আপনাকে জোর দিতে হবে কার্ড ডিজাইনিংয়ে। এর জন্য প্রতিনিয়ত আপনাকে নিজেকে আপডেট রাখা, লেটেস্ট ডিজাইন শেখা, ট্রেন্ড অনুসরণ করা ইত্যাদি করতে হবে। খুব অল্প টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা করতে পারেন আপনি। উপার্জন করতে পারবেন মোটা অঙ্কের টাকা। সাধারণত একটি কার্ডের দাম ১০ টাকা হয়, কিন্তু কার্ডের কোয়ালিটি এবং ডিজাইন যদি ভালো হয়, তাহলে বেড়ে যাবে এর দাম।
প্রতিটি বিয়ের জন্য কমপক্ষে ৬০০ থেকে ১০০০ কার্ড ছাপা হয়। আপনি যদি কোনো অর্ডার পান ১০ টাকা দিয়েও একটি কার্ড প্রিন্ট করতে পারেন, তাহলে তার পুরো খরচ হিসেব করেও আপনি সহজেই ৪ থেকে ৬ টাকা বাঁচাতে পারবেন। এছাড়া, দামি কার্ডে সহজেই ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত লাভ পেতে পারেন আপনি। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করে দিন এই ব্যবসা , আর কামাতে থাকুন মোটা টাকা।