নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে যে কোনো বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি (TRP)। তাই টিআরপি কমে গেলে প্রোডাকশন হাউসের তরফে বন্ধ করে দেওয়া হয় যে কোন বাংলা সিরিয়ালের সম্প্রচার। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা কিংবা সান বাংলা প্রত্যেকটি চ্যানেলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে একই ছবি। এখনকার দিনে অধিকাংশ চ্যানেলে খুবই অল্প সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক বাংলা সিরিয়াল।
টিভি খুললেই এখন দেখা যাচ্ছে এক ঝাঁক নতুন সিরিয়ালের মেলা। এরই মধ্যে টেলিপাড়া সূত্রে খবর খবর খুব তাড়াতাড়ি জি বাংলায় নামিদামি প্রোডাকশন হাউজের তরফ থেকে আসছে চার চারটি নতুন সিরিয়াল। বেশ কিছুদিন ধরেই স্টুডিও পাড়ায় জোর গুঞ্জন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দর্শকদের পছন্দের বাংলা সিরিয়াল ইচ্ছে পুতুল। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই টিভির পর্দায় সম্প্রচার শেষ হবে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)-এর।
তাছাড়াও জি বাংলার ‘খেলনা বাড়ি’ এবং ‘রাঙা বউ’ শেষ হতেই শুরু সম্প্রচার শুরু হয়েছে ‘আলোর কোলে’,’কোন গোপনে মন ভেসেছে’, ‘মিঠিঝোড়া’, এবং ‘মিলি’র মতো একাধিক নতুন ধারাবাহিক। এরই মধ্যে শোনা যাচ্ছে খুবই খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসতে চলেছে আরও চারটে নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই সামনে এসেছে প্রয়োজনে সংস্থা গুলির নামও।
প্রথমে জানা গিয়েছিল, ব্লুজ প্রোডাকশন, সুব্রত রায়ের প্রোডাকশন এবং বাংলা টকিজের তরফ থেকে তিনটি নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলায়। এবার এই তালিকায় নতুন সংযোজন অর্গানিক স্টুডিও। ইতিপূর্বে সুব্রত রায়ের প্রোডাকশন হাউসের তরফে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়েছে ‘রানী রাসমণি’ এবং ‘ভানুমতির খেল’-এর মত দুটি জনপ্রিয় ধারাবাহিকের।
আরও পড়ুন: বাথরুমও পরিষ্কার করেছি! Didi No 1-র মঞ্চে আবেগপ্রবণ ‘ইচ্ছে পুতুল’-র জিষ্ণু
অন্যদিকে ব্লুজ প্রোডাকশন হাউজের তরফ থেকে বর্তমানে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে দর্শকদের প্রিয় সিরিয়াল জগদ্ধাত্রী।এছাড়াও এই প্রযোজনা সংস্থার ‘গীতা এলএলবি’ সম্প্রচারিত হচ্ছে স্টার জলসার পর্দায়। এছাড়াও রয়েছে অর্গানিক স্টু স্টুডিও। এই প্রোডাকশন হাউজের তরফ থেকে ইতিমধ্যে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে ‘মিঠিঝোড়া’।
এছাড়াও জি বাংলায় আসতে চলেছে এই প্রোডাকশন হাউজেরই আরও একটি নতুন ধারাবাহিক। টিআরপি তালিকার দিকে তাকালে বোঝা যাবে এই মুহূর্তে জি বাংলার ‘মিলি’ সিরিয়ালের টিআরপি খুব একটা ভালো নয়। টিআরপির অভাব রয়েছে ‘মন দিতে চাই’ ধারাবাহিকের-ও। তাই নতুন সিরিয়াল এলে টিআরপিতে পিছিয়ে থাকা এই সিরিয়ালগুলোর ওপরেই যে কোপ পড়তে চলেছে তা একপ্রকার নিশ্চিত।