নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে আর্থিক লেনদেনের বিষয়টিও অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। এর কারণ এখন আর্থিক লেনদেন শুধুমাত্র নগদ অর্থ আদান-প্রদানের মাধ্যমে হয় না। ক্যাসলেস পরিষেবার ওপরই বেশি ঝোঁক দিচ্ছেন সাধারণ মানুষ। আর তাই ইউপিআই অ্যাপগুলির(UPI Transactions) মাধ্যমে মুহূর্তের মধ্যে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে টাকা পাঠিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।
আমাদের দেশে ফোন পে, গুগল পের মতো ইউপিআই অ্যাপগুলো অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এতদিন পর্যন্ত এই সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে কোন রকমের নির্দিষ্ট সীমারেখা ছাড়াই আর্থিক লেনদেন করা যেত। তবে এবার সেই নিয়মের পরিবর্তন আসতে চলেছে।
সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে বিশেষ আলোচনা করে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে ইউপিআই-এ লেনদেনের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট সীমারেখা থাকবে। আর এই নতুন এখন নিয়ম অনুযায়ী গ্রাহকেরা যতবার খুশি যখন খুশি গুগল পে, ফোন পে-তে অ্যাপগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন না।
বর্তমানে একটি সমীক্ষায় জানা গিয়েছে যে ভারতবর্ষের প্রায় ৮০ শতাংশ মানুষ এই ইউপিআই অ্যাপগুলো ব্যবহার করে থাকেন। ইউপিআই লেনদেনের পরিষেবাকে আরো বেশি স্বচ্ছ এবং উন্নত করার জন্য NPCI লেনদেনের সীমারেখাকে নির্দিষ্ট করতে চলেছে। তাই গুগল পে, ফোন পে-র মত থার্ড পার্টি অ্যাপগুলোতে লেনদেনের ক্ষেত্রে ৩০ শতাংশ ভলিউম ক্যাপ নির্ধারণ করেছে NPCI।
অর্থাৎ কোন একটি অ্যাপ থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ৩০ শতাংশের বেশি লেনদেন করতে পারবেন না গ্রাহকেরা। এমনিতেই ইউপিআই-এর মাধ্যমে ব্যক্তিগত ব্যাংকের ক্ষেত্রে আর্থিক লেনদেনের দৈনিক পরিসীমা হচ্ছে এক লক্ষ টাকা পর্যন্ত। যদিও ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে এই সীমারেখা খুব একটা প্রভাব ফেলতে পারবে না বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। কিন্তু ব্যবসায়িক বা শিল্প প্রতিষ্ঠানগুলোতে এই লেনদেনের সীমারেখা প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার পরেই NPCI সমস্ত তথ্য সামনে আনবে।