UPSC Success Story

UPSC Success Story: ছাড়েন পুলিশের চাকরি, অপমানের বদলা নিতে UPSC ক্র্যাক করে বড় অফিসার হলেন এই ব্যক্তি

নিউজশর্ট ডেস্কঃ চাকরি পরীক্ষার ক্ষেত্রে অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে ইউপিএসসি(UPSC) পরীক্ষাকে ধরা হয়। কঠোর পরিশ্রম না করতে পারলে এই পরীক্ষায় সাফল্য লাভ পাওয়া যায় না। প্রত্যেক বছর কয়েক লক্ষ মানুষ এই পরীক্ষায় বসেন। কিন্তু সফল হন হাতে গোনা কয়েকজন। ইউপিএসসি পরীক্ষায় ক্র্যাক করার জন্য কঠিন পরিশ্রম অধ্যবসায় সঙ্গে ধৈর্যের প্রয়োজন আছে।

কেউ কেউ যেমন বারবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেন না। ঠিক তেমনি কেউ একবার পরীক্ষা দিয়েই এখানে পাশ করে যেতে পারে। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এমন এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করব। তিনি ইউপিএসসির মতো কঠিন পরীক্ষা খুব সহজভাবেই সফলতা অর্জন করেছিলেন। তবে তার এই সাফল্য অর্জনের পথটা কিন্তু সহজ ছিল না। অনেক কঠিন প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে তিনি সাফল্য অর্জন করেছেন।

এমনকি নিজের পুলিশের চাকরি ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন। এখানে কথা হচ্ছে উদয় কৃষ্ণে রেড্ডিকে নিয়ে। যিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৩-এ ক্র্যাক করে অসাধারণ সাফল্য লাভ করেছেন। তবে তার সফলতা শুধুমাত্র তার ক্যারিয়ারের গতি যে উন্নত করেছে এমন কিন্তু নয়। অনেক অপমানের প্রতিশোধ নিতে পেরেছেন তারই সাফল্যের মধ্যে দিয়ে। একসময় পুলিশের উচ্চতর আধিকারিকের অপমানের মুখে পড়ে সেই পুলিশের চাকরি ছেড়ে দিতে বাধ্য হন উদয়।

আরও পড়ুন: Summer Holiday: এগিয়ে এল গরমের ছুটি! কবে থেকে শুরু ছুটি? যা জানালো রাজ্য সরকার

এরপরেই তিনি প্রতিজ্ঞা নেন যে জীবনে একজন বড় অফিসার হবেন। আর তার এই স্বপ্ন পূরণ করার জন্য ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সময় চলে যায়। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত উদয় অন্ধ্রপ্রদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি করেছিলেন। সেই সময় প্রায় ৬০ জন সহকর্মী পুলিশকর্মীর সামনে অপমান করেছিলেন সার্কেল ইনস্পেক্টর। আর এই অপমানের পরেই তিনি চাকরি থেকে নিজেকে সরিয়ে নেন।

এরপরই বড় অফিসার হওয়ার জন্য কঠোর পরিশ্রম শুরু করেন। সময় লাগলেও তিনি তার এই পরিশ্রমের পর সাফল্য অর্জন করতে পেরেছেন। ইউপিএসসির সিএসি ক্র্যাক করেন উদয়। অল ইন্ডিয়াতে তার রেংক হয় ৭৮০। খুব অল্প বয়সেই তিনি বাবা-মাকে হারিয়েছিলেন। কিন্তু তবুও নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রমে করতে পেরেছেন।

Avatar

Papiya Paul

X