ওই টুকুরই বা দরকার কি! ফের অর্ধনগ্ন পোশাকে হাজির উর্ফি, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে কাউকে আলাদা করে সেলিব্রিটি হওয়ার প্রয়োজন পড়ে না। কোন সিনেমায় কাজ কিংবা কোন ধারাবাহিকে কাজ না করেও রাতারাতি সেলিব্রিটি হওয়ার অন্যতম বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। এছাড়া বিভিন্ন রিয়্যালিটি শোতে প্রতিযোগী হিসেবে থেকেও সেলিব্রিটি হয়ে উঠেছেন অনেকেই। তেমনই বর্তমানে একজন সেলিব্রিটি হলেন উর্ফি জাবেদ। কয়েকদিন টেলিভিশন শো বিগ বসে পার্টিসিপেট করে তিনি বর্তমানে সেলিব্রিটি হয়ে উঠেছেন।

তবে বিগ বসে আসার আগে থেকেই ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে তিনি পরিচিত ছিলেন উর্ফি। কি করে সবসময় চর্চার শিরোনামে থাকতে হয় সেটা তিনি ভালো মতোই জানেন। প্রায় দিনই নিত্যনতুন অদ্ভুত সমস্ত পোশাক পরে তিনি মিডিয়ার সামনে হাজির হন। যা নিয়ে জোর সমালোচনা হয়, তবে কোন সমালোচনায় তিনি যে গায়ে মাখেন না, সেটা তার হাবভাবের মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যায়।

https://www.instagram.com/reel/CWkubw9oyC8/?utm_medium=copy_link

সম্প্রতি ফের একবার উর্ফি জাভেদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এয়ারপোর্টের বাইরে এক বিরল পোশাক পড়ে হাজির হয়েছেন উর্ফি। সম্পূর্ণটাই জালের মত পোশাকে আবৃত উর্ফির শরীর। শরীরের ওপরের অংশে নামমাত্র পোশাক। বক্ষযুগল বাদে পুরো শরীরটাই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হতেই তুমুল ট্রোলের শিকার হতে হয়েছে উর্ফিকে। তবে এবারেও হয়তো এই সমস্ত ট্রোল তাঁর জীবনে কোন প্রভাবই ফেলতে পারবে না।

Avatar

Koushik Dutta

X