স্বঘোষিত ফ্যাশনিস্তা উরফি জাভেদ এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে চর্চিত ব্যক্তিত্ব। যদিও তাকে নিয়ে পজিটিভ চর্চার চেয়ে নেগেটিভ চর্চাই বেশি হয়। আসলে নগ্নতা আর উদ্ভট উদ্ভট জামাকাপড়কে হাতিয়ার করে তিনি যেভাবে সফলতা পেতে চাইছেন তাতে বেশ ভালো রকম রুষ্ট হয়েছে আমাদের দেশের সাধারণ মানুষ।
এই যেমন কিছুদিন আগেই উরফি জাভেদকে গ্রেফতার করার দাবি তুলেছিলেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ। জবাবে উরফিও নিজের ক্ষোভ উগরে দেন। শুধু কি ক্ষোভ উগরে দিয়েই ক্ষান্ত হয়েছেন তিনি? এবার তো গেরুয়া রঙের অশ্লীল একটি পোশাক পরে গোটা হিন্দু সমাজকে কটাক্ষ করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই একটি কালো পোশাকে প্রায় অর্ধনগ্ন অবস্থাতেই প্রকাশ্য রাস্তায় দেখা গিয়েছিল উরফিকে। স্বাভাবিকভাবেই তাকে ছেঁকে ধরেছিল পাপারাজ্জিদের ক্যামেরা। উরফির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তীব্র আপত্তি জানান বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ।
পাবলিক প্লেসে অশ্লীলতা করার জন্য উরফিকে গ্রেফতারের দাবি জানিয়ে মুম্বই পুলিসকে বার্তা দিয়েছিলেন তিনি। আর এর জবাবে উরফি বলেন, চিত্রা ওয়াঘের স্বামী নাকি ঘুষ খেতে গিয়ে ধরা পড়েছেন। আর স্বামীকে বাঁচাতেই নাকি এনসিপি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। আর তারপরেই গেরুয়া রঙের একটি অশ্লীল পোশাক পরে প্রকাশ্যে এলেন তিনি।
উরফির এই ছবিটি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে ক্ষোভ আর বিরক্তি উগরে দিয়েছেন নেটিজনরা। একজন লিখেছেন, ‘শুধুমাত্র বিতর্কের জন্যই গেরুয়া রঙের পোশাক পরে এসেছেন উরফি।’ অপর এক ইউজার লিখেছেন, ‘আর অন্য কোনো রঙ খুঁজে পেলেন না পোশাক বানানোর জন্য? এটুকুই বা পরার কী দরকার ছিল?’
Instagram-এ এই পোস্টটি দেখুন
এর আগে ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানটি নিয়ে কম বিতর্ক তো হয়নি। দীপিকার গেরুয়া বিকিনি দেখে বিক্ষোভের পারদ চড়েছিল দেশজুড়ে। তার মধ্যেই উরফির এই পোশাক পরে রাস্তায় বেরোনোকে অতিরিক্ত ঔদ্ধত্য বলেই দেখছে দর্শকরা। এবার তো সাধারণ মানুষও উরফিকে গ্রেফতারের দাবি জানাচ্ছে। এখন এই জল ঠিক কতদূর গড়াবে তা তো সময়ই বলবে।