Ushasi Roy New Upcoming Serial on Star Jalsha First Promo On Air

‘ঘরের মেয়ের সাগরপাড়ির গল্প’ নিয়ে কামব্যাক পর্দার ‘বকুল’ ঊষসীর, প্রকাশ্যে নতুন মেগার প্রোমো

পার্থ মান্নাঃ ‘বকুল কথা’ মনে আসছে নিশ্চই। হ্যাঁ অভিনেত্রী ঊষসী রায়ের কথাই বলছি। বকুল কথা ধারাবাহিকে তাঁর অভিনয় আজও মনে রয়ে গিয়েছে সকলের। দর্শকদের অনেকেই ভাবছিলেন কবে আবারও পর্দায় কামব্যাক করবেন অভিনেত্রী। এবার এই সুখবর। চার বছর পর ছোটপর্দায় ফিরছেন ঊষাসী। কবে কোন চ্যানেলে দেখা যাবে তাকে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ছোটপর্দায় ফিরছেন ঊষাসী রায়

সম্প্রতি ষ্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজে একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে একপ্রকার অপ্রস্তুত হয়ে রয়েছেন ঊষসী। পরনে গোলাপি চুড়িদার, তার উপরে হালকা পিঙ্ক রঙের সোয়েটার আর জিন্সের প্যান্ট। পাসপোর্ট আর লাজেগ হাতে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে কি করবেন কিছুই বুঝতে পারছেন না তিনি। ভাঙাচোরা পথচলতি কিছু মানুষের থেকে সাহায্য চাইলেন ঠিকই কিন্তু তাতে বিশেষ লাভ হল না।

এদিকে ফোন যে করবে মোবাইলে নেটওয়ার্কও নেই। শেষমেশ এক পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা হতে কিছুটা স্বস্তি মেলে। তিনি জানান রয়্যাল ইন্ডিয়ান জায়গা থেকেই মশলাপাতি কেনেন, জায়গাটা তার চেনা। এরপর সেই ট্যাক্সিতে উঠেই গন্তব্যে পারি দিলেন নায়িকা। সাথে শোনা গেল ব্যাকগ্রউন্ডে মাঝিরে গানের সাথে ‘ঘরের মেয়ের সাগরপাড়ির গল্প’ কথাটি।

প্রকাশ্যে নতুন মেগার প্রোমো

১ মিনিটের ছোট্ট এই প্রমো কয়েক ঘন্টাতেই ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ৫ লক্ষ ছাড়িয়েছে দর্শকের সংখ্যা। তবে গল্পের নায়িকাকে দেখা গেলেও নায়ককে দেখা যায়নি এই প্রোমোতে। তাছাড়া নতুন মেগার নাম কি হতে চলেছে সেটাও প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে শীঘ্রই নাম প্রকাশ্যে আসবে।

যেমনটা জানা যাচ্ছে, রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের এই নতুন মেগা সিরিয়ালে ঊষাসীর সাথে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়। গল্পে ঘরের মেয়ে অর্থাৎ নায়িকার আমেরিকায় গিয়ে সমনমুখীন হওয়া সংগ্রামের কাহিনী দেখানো হবেই বলেই মনে করা হচ্ছে। তবে আসলে কি হবে সেটা ক্রমশ প্রকাশ্য।

প্রসঙ্গত, বিগত কয়েক বছরে সিরিয়ালের পর্দায় খুব একটা দেখা মেলেনি অভিনেত্রীর। সিনেমা কিংবা ওটিটি ওয়েব সিরিজের পর্দাতেই দেখা গিয়েছে তাকে। তবে এবার তাকে ছোটপর্দায় ফিরতে দেখে খুশি অনুরাগীরা। এখন অপেক্ষা সিরিয়ালের নাম ও সম্প্রচারের দিনক্ষণ প্রকাশ্যে আসার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X