নিউজ শর্ট: বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলে ঊষসী চক্রবর্তী (Ushasi Chakraborty)। যদিও বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকরা তাকে জুন আন্টি (June Aunty) নামেই চেনেন। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল শ্রীময়ীতে জুন আন্টির চরিত্রই ছিল এই অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম বড় মাইলস্টোন। আদ্যোপান্ত নেগেটিভ এই চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ঊষসী।
তবে শ্রীময়ী শেষ হওয়ার পর বহুদিন পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অভিনেত্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘ছোটলোক’। আর এরই মধ্যে স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল তোমাদের রাণীতে এন্ট্রি নিয়ে ধামাকা করলেন পর্দার জুন আন্টি। তবে দর্শকদের চমকে দিয়ে ছোট পর্দার দাপুটে এই খলনায়িকা এবার এন্ট্রি নিলেন একটি পজিটিভ চরিত্রে। এই ধারাবাহিকের আগামী পর্বে ভিলেন নয় তাকে দেখা যাবে একজন ডাক্তারের চরিত্রে।
সদ্য প্রকাশ্যে এসেছে তোমাদের রাণীর এক ধামাকা প্রমো। সেখানে দেখা যাচ্ছে রাণীর হাত থেকে ফাইল কেড়ে নিয়ে তার শ্বাশুড়ি ধমক দিয়ে বলছে ‘বাড়িতে অনুষ্ঠান আজ বেরোনো যাবে না’। তখন রানী বলে ‘আমাকে বেরোতে হবে।’ ঠিক তখন পিছন থেকে এসে চিৎকার করে দুর্জয় বলেছে ‘আমার মায়ের মুখে মুখে কথা?’ কিন্তু তাকেও তোয়াক্কা না করে রানী বলে ওঠে ‘আজ আমার মেডিকেল এন্ট্রান্স বাধা দেওয়ার চেষ্টাও করো না।’
অন্যদিকে দুর্জয়ের মা বলতে থাকে ‘বিয়ের ২ মাস হয়ে গেল! সংসারে কোন মতিগতি নেই। সে আবার ডাক্তার হবে!’এরপর দেখা যায় রানী রাস্তায় অটো ধরার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যায়। আর তারপরের দৃশ্যে দেখা যাচ্ছে রানী হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে। আর তাকে একজন মহিলা চিকিৎসক জিজ্ঞেস করছে ‘হাজব্যান্ড আসেনি?’
আর এই মহিলা ডাক্তার আর কেউ নয়। তিনিই হলেন দর্শকদের সকলের প্রিয় জুন আন্টি অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। প্রোমোতে জুন আন্টিকে দেখে দারুণ চমকে গিয়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাবে সকলে এই ধারাবাহিকে উষসী চক্রবর্তীর এন্ট্রি দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শক।