রিমঝিম মিত্র, যিনি একজন সুন্দরী অভিনেত্রী তথা নৃত্যশিল্পী। কিছু মাস আগে সোশ্যাল মিডিয়ায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তিনি শ্রীলেখা মিত্রের সঙ্গে। শ্রীলেখা মিত্রকে কটু কথা বলার ফলে নেটিজেনদের কটূক্তির শিকার হতে হয়েছিল তাঁকে। এবার রিমঝিম মিত্রের শেয়ার করা একটি ভিডিও ঘিরে উঠলো বিতর্ক।
বর্তমানে তিনি ডান্স বাংলা ডান্স, নামক একটি রিয়েলিটি শোয়ের মেন্টারের আসন রয়েছেন। এই মঞ্চে থাকাকালীন একটি নীল গাউন পরে মানিকে মাগে হিতে, গানের তালে তালে কোমর দোলালেন। ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই যেখানে অভিনেত্রীর নাচের প্রশংসা করার কথা ছিল সকলের, সেখানে নেটিজেনদের একাংশের কটুক্তি শিকার হতে হল অভিনেত্রীকে। বন্ধ করে দিতে হলো ভিডিওর কমেন্ট বক্স।
https://www.instagram.com/reel/CVaJuq_I-lK/?utm_source=ig_web_button_share_sheet
কিন্তু কেন কটূক্তির শিকার হতে হল অভিনেত্রীকে? চলুন জেনে নেওয়া যাক। আসলে সমালোচনা করা হয়েছে অভিনেত্রীর পোশাক নিয়ে। যে নীল রঙের গাউন পরেছিলেন অভিনেত্রী, সেটিকে অনেকে পর্দার কাপড় বলে উল্লেখ করেছেন। শুধুমাত্র পোশাক নিয়ে সমালোচনা করা হয়েছে তা কিন্তু নয়, রিমঝিমকে করা হয়েছে বডি শেমিং।জনৈক নেটিজেন সরাসরি প্রশ্ন তুলে লিখেছেন, আপনি কি করে শ্রীলেখাকে থলথলে বৌদি বলেছিলেন? আপনার চেহারাও তো একইরকম।
উল্লেখ্য, বামপন্থী শ্রীলেখার সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন রিমঝিম। সহ অভিনেত্রী শ্রীলেখাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, “থলথলে বৌদি”। এই মন্তব্য ঘিরে এক সময়ে উত্তাল হয়েছিল নেটদুনিয়া। এবার সময় সুযোগ বুঝে রিমঝিমকে পাল্টা আক্রমণ করার সুযোগ হাতছাড়া করল না নেট পাড়ার একাংশ।